shono
Advertisement

Breaking News

Kolkata Derby

ডার্বিতেই ইস্টবেঙ্গলের কোচের আসনে অস্কার ব্রুজো! আশায় লাল-হলুদ শিবির

কবে শহরে আসবেন ইস্টবেঙ্গলের নতুন কোচ?
Published By: Anwesha AdhikaryPosted: 12:10 PM Oct 18, 2024Updated: 08:19 AM Oct 19, 2024

দুলাল দে: যাবতীয় জল্পনার অবসান। সূত্রের খবর, শনিবারের ডার্বিতে(Kolkata Derby) ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন কোচ অস্কার ব্রুজো। জানা গিয়েছে, মোহনবাগান ম্যাচের দিনই ভোরবেলা শহরে আসবেন লাল-হলুদ ব্রিগেডের নতুন কোচ। তবে ভোরবেলা কলকাতায় এলেও বিকেলে ম্যাচের সময়ে ব্রুজো পৌঁছে যাবেন যুবভারতীতে। শোনা যাচ্ছে, কোচের আসনে থেকেই ডার্বি দেখবেন তিনি।

Advertisement

ডার্বির আগেই যে লাল-হলুদের নতুন কোচ শহরে চলে আসছেন, সেটা আগেই জানা গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধেয় জানা যায়, ভিসা সংক্রান্ত যে সমস্যা ছিল, তা মিটে গিয়েছে। ফলে ভারতে আসতে কোনও বাধা নেই স্প্যানিশ কোচের। সূত্রের খবর ছিল, সব ঠিকঠাক চললে শুক্রবার রাতের মধ্যেই চলে আসতে পারেন অস্কার। তবে শেষ পর্যন্ত জানা যায়, শনিবার ভোরবেলা কলকাতা পৌঁছবেন তিনি। ৩:২০ নাগাদ হয়তো শহরে নামবেন অস্কার। শনিবার সন্ধে সাড়ে সাতটা থেকে যুবভারতীতে ডার্বি শুরু হবে। সেই মহাম্যাচে ইস্টবেঙ্গল কোচের আসনে বসতে পারেন স্প্যানিশ হেডস্যর।

আইএসএলে টানা তিন ম্যাচে হার। তার পরই ইস্টবেঙ্গল থেকে বিদায় ঘটেছে কোচ কার্লেস কুয়াদ্রাতের। মাঝে একম্যাচ দায়িত্ব সামলেছেন বিনো জর্জ। সেই ম্যাচেও জয় আসেনি। তড়িঘড়ি নতুন কোচ অস্কারের নাম ঘোষণা হয়ে গেলেও, তিনি কবে আসবেন তা নিয়ে জল্পনা ছিল। বুধবার সন্ধে পর্যন্ত ভিসার কাগজ পাননি তিনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভিসা সমস্যা সমাধান হয়। 

একের পর এক ম্যাচ হেরে ইতিমধ্যেই কোণঠাসা ইস্টবেঙ্গল। বিনো জর্জের অধীনে ডার্বির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চোট-আঘাতের সমস্যা থেকেও অনেকটাই মুক্ত। এর মধ্যে ফুটবলারদের মনোবল বাড়াতে বৃহস্পতিবার বৈঠকে বসেন ইস্টবেঙ্গল আর ইমামি কর্তারা। ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ সবাই সেখানে উপস্থিত ছিলেন। ডার্বির মতো ম্যাচে নতুন কোচের উপস্থিতি কি উদ্দীপ্ত করতে পারবে ক্লেটনদের? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডার্বির আগেই যে লাল-হলুদের নতুন কোচ শহরে চলে আসছেন, সেটা আগেই জানা গিয়েছিল।
  • শনিবার সন্ধে সাড়ে সাতটা থেকে যুবভারতীতে ডার্বি শুরু হবে। সেই মহাম্যাচে ইস্টবেঙ্গল কোচের আসনে বসবেন স্প্যানিশ হেডস্যর।
  • ডার্বির মতো ম্যাচে ডাগআউটে নতুন কোচের উপস্থিতি কি উদ্দীপ্ত করতে পারবে ক্লেটনদের? 
Advertisement