shono
Advertisement
Mohun Bagan

'সংস্কৃতি বিরোধী' টিফো ইস্টবেঙ্গল সমর্থকদের! আইএসএল কর্তৃপক্ষকে চিঠি দিল মোহনবাগান

যুবভারতীতে ইস্টবেঙ্গল-কেরল ব্লাস্টার্স ম্যাচের একটি টিফো নিয়ে বিতর্ক চলছিল।
Published By: Anwesha AdhikaryPosted: 07:05 PM Jan 26, 2025Updated: 07:05 PM Jan 26, 2025

প্রসূন বিশ্বাস: ম্যাচের সময় গ্যালারিতে 'সংস্কৃতি বিরোধী' টিফো আনছেন ইস্টবেঙ্গল সমর্থকরা! এমনটাই দাবি করল মোহনবাগান। এই মর্মে পদক্ষেপ চেয়ে আইএসএল কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে সবুজ-মেরুন শিবির। উল্লেখ্য, গত শুক্রবার যুবভারতীতে ইস্টবেঙ্গল-কেরল ব্লাস্টার্স ম্যাচের একটি টিফো নিয়ে বিতর্ক চলছিল। সেই বিতর্কের আবহেই এবার সরব মোহনবাগান।

Advertisement

বিতর্কিত টিফোয় তুলে ধরা হয়েছিল আইএসএলের ফিরতি ডার্বির একটি দৃশ্য। পিভি বিষ্ণুর একটি শট লাগে আপুইয়ার হাতে। অনেকের মতে, এই ঘটনায় পেনাল্টি পাওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। ওই দৃশ্যের সঙ্গেই সঞ্জীব গোয়েঙ্কা এবং দেবাশিস দত্তের কার্টুন আঁকা হয়। তাঁদের কার্টুন বলছে, 'ডার্বি থেকে আমার তিন পয়েন্ট চাই।' উত্তরে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলছেন, 'ওকে স্যর'। মাঠে থাকা রেফারি বলছেন, 'পেনাল্টি দিলাম না। এবার আমার পুরস্কার দিন।'

উল্লেখ্য, চলতি আইএসএলে বেশ কয়েকটি ম্যাচেই ভুল রেফারিংয়ের শিকার হয়েছে ইস্টবেঙ্গল। ডার্বি ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা বিষয়টি নিয়ে লাগাতার সরব হয়েছে ইস্টবেঙ্গল। প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন কোচ অস্কার ব্রুজো স্বয়ং। সেই আবহেই টিফোর মাধ্যমে রেফারিং নিয়ে প্রতিবাদ করেছেন ইস্টবেঙ্গল সমর্থককুল। কিন্তু সেই প্রতিবাদে যেভাবে খোঁচা দেওয়া হয়েছে মোহনবাগানকে, তা নিয়ে বিতর্ক ছিলই।

বিতর্কের মধ্যেই সাংবাদিক সম্মেলন করেন মোহনবাগানের মিডিয়া ম্যানেজার। তিনি জানান, ফুটবলপ্রেমীদের এমন আচরণ সংস্কৃতির পরিপন্থী। এই বিষয়টি নিয়ে আইএসএল কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে সবুজ-মেরুনের পক্ষ থেকে। কর্তৃপক্ষ যেন এই টিফোর বিষয়টিতে দৃষ্টিপাত করেন, এমনটাই আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিতর্কিত টিফোয় তুলে ধরা হয়েছিল আইএসএলের ফিরতি ডার্বির একটি দৃশ্য।
  • চলতি আইএসএলে বেশ কয়েকটি ম্যাচেই ভুল রেফারিংয়ের শিকার হয়েছে ইস্টবেঙ্গল।
  • বিতর্কের মধ্যেই সাংবাদিক সম্মেলন করেন মোহনবাগানের মিডিয়া ম্যানেজার।
Advertisement