সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় নিয়মিত খেলে গিয়েছেন কলকাতা ময়দানে। এমনকী ময়দানের অন্যতম বড় ক্লাব মহামেডানের জার্সিও গায়ে চাপিয়েছেন। বৃহস্পতিবার অকস্মাৎ 'আত্মঘাতী' হলেন (West Bengal Footballer Death) প্রাক্তন ফুটবলার তথা সিভিক ভলান্টিয়ার দেবাশিস প্রধান। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।
বৃহস্পতিবার রাতে হাওড়ার পিকে চৌধুরী রোডের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন দেবাশিস। এমনটাই দাবি পুলিশ সূত্রের। বাড়ি থেকেই শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার হয়। হাওড়া সিটি পুলিশেই সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন তিনি। পুলিশ লাইনের টেলিকম বিভাগে পোস্টিং ছিল তাঁর। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন তিনি।
একটা সময় ময়দানে পরিচিত নাম ছিলেন দেবাশিস। একাধিক ক্লাবে খেলে গিয়েছেন তিনি। ২০১৭-১৮ মরশুমে খেলেছেন মহামেডানে। সেসময় প্রতিভাবান সাইড ব্যাক হিসাবে নামও শোনা যেত তাঁর। যদিও ফুটবল কেরিয়ারে বিশেষ এগোতে পারেননি তিনি। শেষে সংসার চালাতে সিভিক ভলান্টিয়ারের চাকরি নিতে হয়। প্রাক্তন ফুটবলারের মৃত্যুতে শোকপ্রকাশ করে ক্লাবের অফিসিয়াল পেজে বার্তা দিয়েছে মহামেডান।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে পিকে চৌধুরী রোডের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন দেবাশিস। কিন্তু কেন আত্মহত্যা সেটা স্পষ্ট নয়। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। তবে মানসিক অবসাদেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ।