shono
Advertisement

Breaking News

ভারতীয় সেনার ‘ইয়েতি অভিযানে’জল, রহস্য ফাঁস করল নেপাল

নেপালি সেনার দাবিতে মনখারাপ কল্পনাপ্রবণ মানুষজনের৷ The post ভারতীয় সেনার ‘ইয়েতি অভিযানে’ জল, রহস্য ফাঁস করল নেপাল appeared first on Sangbad Pratidin.
Posted: 02:41 PM May 02, 2019Updated: 02:41 PM May 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইয়েতি জল্পনা হাওয়া৷ নেপাল-চিন সীমান্তে হিমালয় অঞ্চলে বরফে যে ছাপের ছবি পোস্ট করে সেনাবাহিনী দাবি তুলেছিল তা ইয়েতির, সেই দাবি পুরোপুরি খারিজ করে দিল নেপাল সেনাবাহিনী৷ নেপাল সেনার ব্রিগেডিয়ার জেনারেল বিজ্ঞানদেব পাণ্ডে জানিয়ে দিলেন, ইয়েতি নয়৷ পায়ের ছাপটি এক বুনো ভাল্লুকের৷ ওই অঞ্চলে এমন ছাপ প্রায়শয়ই দেখা যায়৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন নেপালি সেনাবাহিনীর ওই আধিকারিক৷

Advertisement

[আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে তৃতীয়বার মাওবাদী হামলা, সুকমায় নিহত দুই গ্রামবাসী]

দিন দুই আগে, গত মঙ্গলবার হিমালয় অঞ্চলে মাকালু-বরুণ ন্যাশনাল পার্কের কাছে ৩২ বাই ১৫ ইঞ্চি মাপের একটি পায়ের ছাপ চোখে পড়ে ওই এলাকায় টহলরত ভারতীয় সেনাবাহিনীর৷ তাঁরা ছবি তুলে টুইটারে পোস্ট করে৷ সেইসঙ্গে দাবি করে, পায়ের ছাপটি কল্পনার তুষারমানব ইয়েতির৷ ছবিটি পোস্ট হওয়া মাত্রই নেটদুনিয়ায় তোলপাড় পড়ে যায়৷ তাহলে ইয়েতি শুধুই কল্পনা নয়? বাস্তবিক অস্তিত্ব আছে তার? এই দোলাচল মুহূর্তের মধ্যে ঝাঁকুনি দিয়ে যায় মানুষজনের মনে৷ পর্বতারোহীরাও নিজেদের মতামত দিতে থাকেন৷ বিখ্যাত পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত জানান, ওই বরফঢাকা এলাকায় বহু আগে, তেনজিং নোরগে-এডমন্ড হিলারির এভারেস্ট জয়ের সময়েও রহস্যময় পদচিহ্নের হদিশ মিলেছিল৷ সেসময়ও একইভাবে উসকে উঠেছিল ইয়েতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন৷ পরে অবশ্য বিস্তারিত পরীক্ষা এবং পর্যবেক্ষণের ভিত্তিতে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, পায়ের ছাপ ইয়েতির নয়, ওই অঞ্চলে বসবাসকারী কোনও বড়, লোমশ প্রাণীর৷ বছরের পর বছর তুষারমানবের অস্তিত্বের কল্পনা এভাবেই মানুষকে দ্বিধাদ্বন্দ্বে রেখেছে৷

[আরও পড়ুন: অসময়ের বৃষ্টির জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারমিনারের একাংশ]

সম্প্রতি ভারতীয় সেনার টুইটে তা আবারও আশা জাগছিল, সত্যিই কি আছে তুষারমানব? কিন্তু তাতে জল ঢেলে দিল নেপাল সেনাবাহিনী৷ ব্রিগেডিয়ার জেনারেল বিজ্ঞানদেব পাণ্ডের কথায়, ‘বরফের মাঝে পায়ের ছাপ চোখে পড় ভারতীয় সেনার একটি দলের৷ আমাদেরও একটি দল ওদের সঙ্গে ছিল৷ ভারতীয় সেনার টুইটের দাবি নিয়ে আমরা সত্যানুসন্ধানের চেষ্টা করি৷ ওই এলাকার স্থানীয় শেরপারা জানিয়েছে, এমন পায়ের ছাপ প্রায়ই দেখা যায়৷ ওটা কোনও মানুষের নয়, বরফে বসবাসকারী বন্য ভাল্লুকের, যারা এই এলাকার মধ্যেই ঘোরাফেরা করে৷’ নেপাল সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকের এই কথায় ফের নিরাশ হলেন কল্পনাপ্রবণ মানুষজন৷ তাহলে ইয়েতি কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থাকল, এই ভেবেই মন খারাপ করছেন অনেকে৷

The post ভারতীয় সেনার ‘ইয়েতি অভিযানে’ জল, রহস্য ফাঁস করল নেপাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement