সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগের দয়ায় শ্রীরামকৃষ্ণ পরমহংসের বাণী ‘টাকা মাটি, মাটি টাকা’র অর্থে বদল এসেছে! আজকের বৈষয়িকদের বক্তব্য, মাটি বা জমির দাম যে হুড়মুড় করে বাড়বে, প্রোমোটিং ব্যবসার বাড়বাড়ন্ত হবে, সেই ভবিষ্যতবাণীই করেছিলেন যুগপুরুষ। একথা ঢাহা রসিকতা হলেও যুগের হাওয়াকে অস্বীকার করার উপায় কই! ফলে বাণিজ্য-সভ্যতার একালে আম্বানি (Mukesh Ambani), আদানিরাই (Gautam Adani) ‘মহাপুরুষ’ হয়ে উঠছেন! যেহেতু তাঁরা মহা মহা অর্থবান। আর এই বিষয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে দুই ভারতীয় ধনকুবেরের মধ্যে। সম্প্রতি বিশ্বের সেরা ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন (Forbes Magazine)। সেই তালিকায় কে এগিয়ে, কে পিছিয়ে?
এবার প্রকাশিত হয়েছে ফোর্বসের ৩৬ তম বার্ষিক তালিকা। যেখানে ঠাঁই হয়েছে বিশ্বের মোট ২ হাজার ৬৬৮ জন ধনকুবেরের। ফোর্বস জানিয়েছে, করোনা মহামারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের খারাপ প্রভাব পড়েছে ধনকুবেরদের সম্পদের উপরেও। যদিও ভারতের দুই ধনকুবের সম্পদের পরিমাণ ও প্রতিযোগিতা দেখে তা আন্দাজ করা কঠিন। রিলায়েন্স ইন্ডাসট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি বিশ্বের সেরা ধনীদের তালিকায় পেয়েছেন ১০ নম্বর স্থানে। ঠিক তার পরেই রয়েছেন আদানি গ্রুপের গৌতম আদানি। অর্থাৎ কিনা তিনি বিশ্বের ১১তম সেরা ধনী।
[আরও পড়ুন: দুর্নীতি মামলায় জেল হেফাজতে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ]
ফোর্বসের এই তালিকায় শীর্ষস্থানে স্পেস এক্স ও টেসলার সিইও এলন মাস্ক। এরপরেই রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অর্থাৎ কিনা এবার এলন টেক্কা দিয়েছেন বেজোসকে। আরও জানা গিয়েছে, ফোর্বসের এবারের তালিকায় নতুন ২৩৬ জন ধনকুবের অন্তর্ভুক্ত হয়েছেন। এই তালিকায় আমেরিকার ধনকুবেরের সংখ্যা ৭৩৫, সবচেয়ে বেশি। অন্যদিকে রাশিয়ার ধনকুবেরের সংখ্যা কমেছে তালিকায়। এর পেছনে পুতিনের আগ্রাসী নীতিকে দায়ী করা হচ্ছে। যদিও এইসঙ্গে কমেছে চিনা ধনকুবেরের সংখ্যাও।
[আরও পড়ুন: ‘ভারত শান্তির পক্ষে, এখনই বন্ধ হোক যুদ্ধ’, ইউক্রেন-রাশিয়া নিয়ে লোকসভায় বিবৃতি বিদেশমন্ত্রীর]
প্রসঙ্গত, ফোর্বসের তালিকায় আম্বানি এগিয়ে থাকলেও সম্প্রতি প্রকাশিত সেরা ধনীদের আরও একটি তালিকার দাবি, সম্পদের হিসেবে এগিয়ে আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) বলছে, গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছুঁয়ে ফেলেছে। সেখানে রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির সম্পত্তি ৯ হাজার ৯০০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তালিকায় আদানি ও আম্বানি যথাক্রমে রয়েছেন ১০ম ও ১১তম স্থানে।
ফোর্বসের তালিকায় সেরা দশ ভারতীয় ধনকুবের:
১. মুকেশ আম্বানি (সম্পত্তির পরিমাণ ৯০.৭ বিলিয়ান ডলার। গোটা বিশ্বে ১০ নম্বরে।)
২. গৌতম আদানি (সম্পত্তির পরিমাণ ৯০ বিলিয়ান ডলার। গোটা বিশ্বে ১১ নম্বরে।)
৩. শিব নাদার (সম্পত্তির পরিমাণ ২৮.৭ বিলিয়ান ডলার। গোটা বিশ্বে ৪৭ নম্বরে।)
৪. সাইরাস পুনাওয়ালা (সম্পত্তির পরিমাণ ২৪.৩ বিলিয়ান ডলার। গোটা বিশ্বে ৫৬ নম্বরে।)
৫. রাধাকিষ্ণান দামানি (সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ান ডলার। গোটা বিশ্বে ৮১ নম্বরে।)
৬. লক্ষ্মী মিত্তল (সম্পত্তির পরিমাণ ১৭.৯ বিলিয়ান ডলার। গোটা বিশ্বে ৮৯ নম্বরে।)
৭. সাবিত্রী জিন্দল ও পরিবার (সম্পত্তির পরিমাণ ১৭.৭ বিলিয়ান ডলার। গোটা বিশ্বে ৯১ নম্বরে।)
৮. কুমার বিড়লা (সম্পত্তির পরিমাণ ১৬.৫ বিলিয়ান ডলার। গোটা বিশ্বে ১০৬ নম্বরে।)
৮. দিলীপ সাংভি (সম্পত্তির পরিমাণ ১৫.৬ বিলিয়ান ডলার। গোটা বিশ্বে ১১৫ নম্বরে।)
১০. উদয় কোটাক (সম্পত্তির পরিমাণ ১৫.৩ বিলিয়ান ডলার। গোটা বিশ্বে ১২৯ নম্বরে।)