সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (2024 Loksabha Election) আগে বিরোধী ঐক্যে শান দিতে চাইছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। তার আগেই ধাক্কা খেলেন তিনি। বিহার সরকার থেকে সমর্থন প্রত্যাহারের পরেই অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করলেন জিতেন রাম মাঁঝি। তারপরেই জল্পনা ছড়িয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) সঙ্গে জোট গড়তে পারেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার প্রায় ৪৫ মিনিট ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন জিতেন রাম (Jitan Ram Manjhi)।
মঙ্গলবারই বিহারের জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে জিতেনের দল হাম (HAM)। গত ১৩ জুন বিহারের ক্যাবিনেট মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেনের পুত্র সন্তোষ কুমার সুমন। তাঁর অভিযোগ ছিল, লাগাতার হুমকি দিচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী। সন্তোষের দাবি, নীতীশ বলেছেন হয় জেডিইউয়ের সঙ্গে হামকে মিশে যেতে হবে, নয়তো জোট সরকার ছেড়ে বেরিয়ে যেতে হবে হামকে। সেই মতোই বিহারের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেন জিতেন রাম।
[আরও পড়ুন: ব্লেড-রড দিয়ে যুবতীকে নৃশংস নির্যাতন! চিৎকার করতেই টিভির আওয়াজ বাড়াল আত্মীয়রা]
মঙ্গলবারই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকারিভাবে চিঠি দেয় মাঁঝির দল। হামের প্রতীকে নির্বাচিত চার বিধায়ক সরকার থেকে সমর্থন তুলে নিচ্ছেন, সেই মর্মে রাজ্যপালের কাছে চিঠি জমা পড়ে। তার ঠিক পরের দিনই অমিত শাহের সঙ্গে জিতেনের সাক্ষাৎ। সূত্র মারফত জানা গিয়েছে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন সন্তোষও। তারপরেই বিজেপির সঙ্গে হামের জোট বাঁধার জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও সরকারিভাবে এখনও কোনও তরফেই কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, আগামী শুক্রবার পাটনায় বৈঠকে বসবেন দেশের শক্তিশালী বিরোধী দলগুলি। বিহারের মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কংগ্রেস, তৃণমূল, আপ-সহ নানা দলকে একজোট করে বিজেপিকে রোখার কৌশল রয়েছে। এহেন পরিস্থিতিতে জোটসঙ্গী চাইছে বিজেপিও। বিশেষত বিহারে সরকার হাতছাড়া হওয়ার পর থেকেই এনডিএ জোটকে শক্তিশালী করতে তুলতে মরিয়া গেরুয়া শিবির। সেই সময়ে হামের উদ্যোগে খানিকটা স্বস্তি পাবে বিহার বিজেপি।