shono
Advertisement

প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন বিজেপি সাংসদ

দুটি দলের মধ্যে কোনও পার্থক্য নেই বলেও দাবি তাঁর। The post প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন বিজেপি সাংসদ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:09 PM Dec 26, 2019Updated: 08:09 PM Dec 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কংগ্রেস ও বিজেপি দুটো দলই সমান। এদের শীর্ষ নেতৃত্ব নিচুতলার নেতা-কর্মীদের কথা শোনে না।’ বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস(Congress) ছাড়ার কথা ঘোষণা করে এই অভিযোগই করলেন প্রাক্তন বিজেপি(BJP) সাংসদ সাবিত্রীবাই ফুলে। পাশাপাশি নিজে নতুন দল গড়বেন বলেও জানালেন।

Advertisement

আজ সাংবাদিকদের মুখোমুখি এপ্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি ও কংগ্রেসের মধ্যে কোনও পার্থক্য নেই। বিজেপিতে কথা শোনা হত না বলে লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগদান করি। কিন্তু, সেখানেও একই অবস্থা। কংগ্রেসে যাওয়ার পরেও আমার কোনও কথা শোনা হয়নি। তাই বাধ্য হয়ে পদত্যাগ করলাম। আগামীতে নিজের দল তৈরি করে নির্বাচনে লড়াই করব। আর তার জন্য ‘বহুজন হিতায়ে, বহুজন সুখায়ে’ আদর্শই হবে আমার মূলধন।’

[আরও পড়ুন: ধর্মবিদ্বেষে উসকানি! হিংসায় নিহত ২ মুসলিম যুবকের বাড়িতে গেলেন না উত্তরপ্রদেশের মন্ত্রী]

 

উত্তরপ্রদেশের একজন উদীয়মান দলিত নেত্রী হিসেবে বিজেপিতে যথেষ্ট জনপ্রিয় ছিলেন সাবিত্রীবাই ফুলে। ১৮ বছর ধরে বিজেপিতে থাকার পর গত বছরের ডিসেম্বর মাসে দল ছেড়েছিলেন তিনি। দলিত সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তার জন্য এক আইনের প্রস্তাব বাতিল হয়েছে যায় সুপ্রিম কোর্ট। তারপরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন সাবিত্রীবাই। কারণ হিসেবে জানিয়েছিলেন, ‘সমাজে বিভেদ ও অসাম্য তৈরির চেষ্টা করছে বিজেপি। অবহেলিত সম্প্রদায়ের মানুষদের সংরক্ষণের জন্য তারা কিছুই করেনি।’

[আরও পড়ুন: ফ্রিতে পান না পেয়ে দোকানদারের কান ও ঠোঁট কামড়াল যুবক]

 

২০০০ সালে বহুজন সমাজ পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ফুলে। ২০১৪ সালে উত্তরপ্রদেশের বারাইচ থেকে সাংসদও হন। কিন্তু, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দিয়ে ফের সেখান থেকে নির্বাচনে দাঁড়ান। কিন্তু, এবার আর জয় আসেনি তাঁর ঝুলিতে। আর তার কয়েকমাসের মধ্যে কংগ্রেস ছেড়ে দিলেন তিনি। আর দল ছাড়ার জন্য তিনি সরাসরি দায়ী করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে। তাঁর অভিযোগ, ‘লোকসভার ফলাফলের পর প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছিলাম আমি। তাঁর কাছ থেকে সংবিধান লঙ্ঘন ও ইভিএমের ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করার অনুমতি চেয়েছিলাম। কিন্ত, তিনি আমাকে জানান কংগ্রেস সরকারই ইভিএম আনার সিদ্ধান্ত নিয়েছিল। তাই তিনি এই বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না।’

The post প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন বিজেপি সাংসদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement