shono
Advertisement

এবার রাজ্যপাল হতে পারেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা! তুঙ্গে জল্পনা

মুখ্য নির্বাচন কমিশনার থাকাকালীন একাধিকবার অরোরার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
Posted: 05:12 PM Apr 16, 2021Updated: 05:12 PM Apr 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিয়েছেন। এবার রাজ্যপালের পদ পেতে পারেন ১৯৮০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইপিএস সুনীল অরোরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অরোরাকে গোয়ার রাজ্যপাল করার কথা ভাবছে কেন্দ্র। তবে, এ বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কেউ মুখ খোলেননি।

Advertisement

সুনীল অরোরা ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। তার আগে রাজস্থান সরকার এবং ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেওয়ার ১৪ মাসের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner) পদে উন্নীত হন সুনীল (Sunil Arora)। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ওপি রাওয়াতের পরিবর্তে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। বাংলার ভোট ঘোষণার দিনই একপ্রকার আবেগঘন ভাষায় সুনীল অরোরা জানিয়েছিলেন, “মুখ্য নির্বাচন কমিশনার (CEO) হিসেবে এটাই তাঁর শেষ সাংবাদিক বৈঠক।” অরোরার অধীনে ২০১৯ লোকসভা নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনা করেছে কমিশন। তাঁর আমলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্নও তুলেছে বিরোধীরা। একাধিক ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে ইভিএমও। আবার তাঁর আমলেই ভিভিপ্যাটের ব্যবহার ব্যাপক হারে শুরু হয়েছে।

[আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা, সংক্রমিত দিগ্বিজয় সিংও]

বস্তুত, সুনীল অরোরা (Sunil Arora) শুরু থেকেই বিজেপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নির্বাচন কমিশনার হিসেবে অবসর নেওয়ার পর এবার সুনীল অরোরাকে ‘পুনর্বাসন’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই মুহূর্তে গোয়ার রাজ্যপাল পদ শূন্য। মাস ক’য়েক আগে গোয়ার রাজ্যপালের ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় সত্যপাল মালিককে। তারপর থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে গোয়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে সুনীল অরোরাকেই এবার গোয়ার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হবে। বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাঁর কাজে লাগবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement