সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যুবরাজ সিং। মাঠে যেমন তাঁর ছয় ছক্কার কৃতিত্ব রয়েছে, তেমনই মাঠের বাইরে তিনি ক্যানসারজয়ী যোদ্ধা। দুটো বিশ্বকাপ জয়ের সাফল্য তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে। এবার যুবরাজ সিংয়ের ভক্তদের জন্য সুখবর। রুপোলি পর্দায় আসতে চলেছে ভারতের প্রাক্তন ক্রিকেটারের বায়োপিক। সিনেমাটি প্রযোজনা করবেন ভূষণ কুমার ও রবি ভাগচন্দোকা। মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা করা হল।
ভারতের জার্সিতে ২০০০ সালে অভিষেক যুবরাজের। তার পর দেশে হোক বা দেশের বাইরে, রাজত্ব চালিয়েছেন তিনি। ক্রিকেটভক্ত রা কোনওদিন ভুলতে পারবেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে মারা ছয় ছক্কার স্মৃতি। ২০০৭-র সেই বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে, তাঁকে সেরা ছন্দে দেখা গিয়েছিল ২০১১-র ওয়ানডে বিশ্বকাপে। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অনবদ্য পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরাও হন তিনি। তখন কে জানত, তাঁর শরীরে বাসা বেঁধে রয়েছে মারণরোগ ক্যানসার। তার উপসর্গ উপেক্ষা করেই ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। সব মিলিয়ে যুবরাজের জার্নি অনুপ্রেরণা জোগায় বহু মানুষকে। এবার রুপোলি পর্দায় আসতে চলেছে তাঁর সেই লড়াইয়ের কাহিনি।
[আরও পড়ুন: কামিন্সের বাজি অলরাউন্ডাররা, বর্ডার-গাভাসকর সিরিজের ছক কষা শুরু অস্ট্রেলিয়ার]
তবে সিনেমাটির নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে সোশাল মিডিয়ায় টি-সিরিজের তরফ থেকে যে পোস্টটি করা হয়, তাতে 'সিক্স সিক্সেজ' হ্যাশট্যাগ দেখা যায়। ফলে অনেক ভক্তের ধারণা এটাই সিনেমার নাম হতে পারে। তাদের সেই পোস্টে লেখা, "ক্রিকেটের পিচ থেকে লক্ষ মানুষের হৃদয়, যুবরাজ সিংয়ের লড়াই ও সাফল্যের গল্প বড় পর্দায় আসতে চলেছে।" নির্মাতাদের তরফ থেকে জানানো হয়, "যুবরাজের অসামান্য জার্নি ও ক্রিকেটের প্রতি অবদানকে আমরা বিরাট করে সেলিব্রেট করব। তাঁর কেরিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো ধরা থাকবে। যার মধ্যে ২০০৭-র ছয় ছক্কাও থাকবে। এবং মাঠের বাইরে তাঁর সাহসী লড়াইয়ের কথাও থাকবে।"
[আরও পড়ুন: গম্ভীরের শূন্যস্থানে জাহির খান! লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হওয়ার দৌড়ে প্রাক্তন পেসার]
যুবরাজ নিজেও অত্যন্ত উচ্ছ্বসিত এই বিষয়ে। তিনি বলছেন, "আমি খুবই গর্বিত যে আমার গল্প সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। ক্রিকেট আমার সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। জীবনের সব উত্থান-পতনে ক্রিকেট আমাকে শক্তি দিয়েছে। আশা করব, এই সিনেমাটা বহু মানুষকে লড়াইয়ের সাহস দেখাবে।" তবে তাঁর চরিত্রে কে অভিনয় করবে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে এর আগে যুবরাজ বলেছিলেন, রণবীর কাপুরকে নিজের চরিত্রে দেখতে চান। তাঁর সেই আশা পূর্ণ হয় কিনা দেখার।