সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে হিন্ডেনবার্গ। মার্কিন শর্টসেলার সংস্থাকে একহাত নিয়ে এই কথা বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তাঁর অভিযোগ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থব্যবস্থার উপরে আঘাত হানতে চেষ্টা করছে হিন্ডেনবার্গ। সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া অর্থনীতির মধ্যে সমস্যা তৈরির চেষ্টা চলছে। উল্লেখ্য, শনিবার হিন্ডেনাবার্গের তরফে নতুন একটি রিপোর্ট পেশ করে বলা হয় সেবির প্রধান ও তাঁর স্বামীর স্টেক রয়েছে আদানির অধীনস্থ সংস্থায়।
কী বলা হয়েছে হিন্ডেনবার্গের নয়া রিপোর্টে? দাবি করা হয়, যে সেবি আদানিদের ক্লিনচিট দিয়েছে, সেই সংস্থার প্রধানও আদানিদের থেকে সুবিধাপ্রাপ্ত। ঘুরপথে আদানিদের থেকে সুবিধা পেয়েছেন সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ। আদানিদের শেল কোম্পানিতে অংশীদারিত্ব ছিল সেবি চেয়ারপার্সনের স্বামীরও। আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধানের। তবে হিন্ডেনবার্গের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী।
[আরও পড়ুন: অগ্নিকাণ্ড? আতঙ্কে হাওড়া-অমৃতসর মেল থেকে লাফ যাত্রীদের, আহত বহু]
হিন্ডেনবার্গের এই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই সরব বিরোধী শিবির। কংগ্রেসের তরফে জয়রাম রমেশ একটি বিবৃতি দিয়ে দাবি করেছেন, হিন্ডেনবার্গের এই রিপোর্ট সত্যি হলে সেবি কর্তার স্বার্থের সংঘাত নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। এই ধরনের মামলায় স্বার্থের সংঘাত এড়ানো উচিত। কংগ্রেস দীর্ঘদিন ধরেই আদানি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি তুলছে। তৃণমূলের মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লিখছেন, “এটা পুরোপুরি আদানির স্টাইল। পুঁজিপতি আস্ফালনের আদর্শ উদাহরণ। এবার কি ইডি-সিবিআই মামলা করবে?”
এবার হিন্ডেনবার্গ রিপোর্টকে হাতিয়ার করে বিরোধীদেরই পালটা তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এক্স হ্যান্ডেলে রাজীব চন্দ্রশেখর বলেন, "সেবির বিরুদ্ধে হিন্ডেনবার্গ যেভাবে আক্রমণ করছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। আমি আগেও বলেছি, বহু বিদেশি শক্তি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভারতের উন্নতি রুখতে চাইছে। কিন্তু আমরা এটা হতে দেব না।" আরও বেশ কয়েকজন বিজেপি নেতাও কংগ্রেসের সঙ্গে হিন্ডেনবার্গের যোগ রয়েছে বলে দাবি করেছেন।