সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ঘটনার ঘনঘটা। দুই প্রতিবেশী দেশের ক্রিকেট যুদ্ধ মানেই অসংখ্য গল্প। প্রাক্তন পাক অধিনায়ক রানা নাভেদ উল হকের সঙ্গে বীরেন্দ্র শেহওয়াগের টক্কর নতুন করে উঠে এসেছে।
নাদির আলির পডকাস্টে রানা নাভেদ উল হাসান বলেছেন, ”২০০৪-০৫ সিরিজের একটা ম্যাচের কথা মনে পড়ছে। বীরেন্দ্র শেহওয়াগ ৮৫ রানে ব্যাট করছিল। আমি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিলাম। আমরা সিরিজে ২-০-এ পিছিয়ে পড়েছিলাম। পাঁচ ম্যাচের সিরিজ ছিল। সিরিজের তৃতীয় ম্যাচে শেহওয়াগ বড় বড় শট মারছিল। ওরা তিনশোর কাছাকাছি রান করে ফেলেছিল আর শেহওয়াগ ৮৫-তে ব্যাট করছিল। আমি ইনজি ভাইয়ের কাছ থেকে বল চেয়ে নিই। আমি স্লো বাউন্সার দিই।” বীরু ডাক করেন।
[আরও পড়ুন: ‘জোরেই বল মারছি কিন্তু বাউন্ডারি পর্যন্ত পৌঁছচ্ছেই না’, কোহলির কাছে নালিশ যশস্বীর]
তার পরের ঘটনা নাভেদ উল হাসান নিজে বলছেন, ”আমি শেহওয়াগের দিকে এগিয়ে গিয়ে বলি কীভাবে খেলতে হয় তুমি জানো না। তুমি যদি পাকিস্তানে থাকতে তাহলে আন্তর্জাতিক ম্যাচ খেলতেই পারতে না। বীরুও আমাকে পালটা কিছু বলে। বোলিং লাইন আপে ফেরত যাওয়ার সময়ে ইনজি ভাইকে আমি বলি, পরের বলেই ওকে আউট করব। ইনজি বিস্মিত হয়ে যায়। আমি স্লোয়ার দিই। শেহওয়াগ আমাকে মারার চেষ্টা করে আউট হয়ে যায়। ওই উইকেটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটাও আমরা জিতেছিলাম। ফাস্ট বোলারদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়।”
তবে নাভেদের বক্তব্যে কিছু গন্ডগোল রয়েছে। ১৫টি উইকেট নিয়ে নাভেদ প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন। সিরিজটি ছয় ম্যাচের ছিল। পাঁচ ম্যাচের নয়। প্রথম দু’টি ম্যাচ হেরে গেলেও পাকিস্তান সিরিজ জেতে ৪-২-এ।