shono
Advertisement

যা বলার নাগপুরে বলব, প্রণবের জবাবে বাড়ছে জল্পনা

কী বলতে পারেন প্রণব মুখোপাধ্যায়? The post যা বলার নাগপুরে বলব, প্রণবের জবাবে বাড়ছে জল্পনা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM Jun 03, 2018Updated: 04:43 PM Jun 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমাবর্তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে৷ সরাসরি না হলেও বকলমে কংগ্রেসের পক্ষ থেকে মুখ খোলা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিষয়ে৷ ঘটনার বেশ কিছুদিন পর এই বিষয়ে মুখ খুললেন প্রণব মুখোপাধ্যায়৷ জানালেন, যা বলার নাগপুরে বলবেন৷

Advertisement

[‘বীরাঙ্গনা’ মেয়েদের দাপটে পিছু হটল সশস্ত্র ডাকাত, প্রাণে বাঁচলেন বাবা]

রাষ্ট্রপতির হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় ছিলেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা৷ দায়িত্ব নিয়ে সামলেছেন অর্থ, স্বরাষ্ট্র, বিদেশের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুরোধ গ্রহণ করার পরে তাদের একসময়ের ‘ম্যানেজ মাস্টার’-এর বিরুদ্ধে সরসরি না হলেও চাপা সুর চড়িয়েছে কংগ্রেসের অনেক নেতাই৷ কেউ অনুরোধ করেছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার, তো কেউ সরাসরি না করে দেওয়ার পক্ষপাতি৷ প্রণব মুখোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন তাঁর এক সময়ের সহকর্মী প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, জয়রাম রমেশ, কেরলের বিরোধী দলনেতা রমেশ ছেন্নিথালা প্রমুখ৷ আরএসএস-এর অনুরোধ যখন গ্রহণ করা হয়েই গিয়েছে তখন সেই বিষয়ে তর্কে যেতে নারাজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম৷ বরং তিনি অনুরোধ করেন, আরএসএস-এর মতাদর্শ দেশের জন্য কেন ক্ষতিকারক তা জানিয়ে আসুন প্রাক্তন রাষ্ট্রপতি৷ এটাই চেয়েছেন তিনি৷ তবে আরএসএস-কে চাঁচাচোলা ভাষায় সমালোচনা করেছেন কেরলের বিরোধী দলনেতা কংগ্রেসের রমেশ ছেন্নিথালা৷ এমনকি সরাসরি তাদের সাম্প্রদায়িক সংগঠন বলেও চিহ্নিত করেন তিনি৷

[নাচেই মন কাড়লেন, পুরসভার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘ডান্সিং আঙ্কল’]

এই সমস্ত বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন প্রণব মুখোপাধ্যায়৷ বিভিন্ন মহল থেকে ফোন পেয়েছেন তবে এখনই কিছু বলবেন না, যা বলার নাগপুরে বলবেন৷ সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে এমনই বার্তা দিয়েছেন তিনি৷ যখন কংগ্রেস প্রবলভাবে প্রণব মুখোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করছে, তখন বিপক্ষ যুক্তি খাড়া করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ তাঁরা বলছেন, জাতীর জনক মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী জয়প্রকাশ নারায়ণও তাদের অনুষ্ঠানে এসেছেন৷ ১৯৬৩-তে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে তাঁদের খোদ আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু৷ প্রসঙ্গত, আগামি ৭ জুন নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে হতে যাচ্ছে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানান হয়েছে প্রণব মুখোপাধ্যায়কে৷ আরএসএস-এর নয়া সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা রাখবেন তিনি৷ প্রাক্তন রাষ্ট্রপতি ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি৷

The post যা বলার নাগপুরে বলব, প্রণবের জবাবে বাড়ছে জল্পনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement