shono
Advertisement

Breaking News

গাড়ি খুলতেই বেরিয়ে এল ১২.৪ লক্ষ টাকার নতুন নোট

গাড়ি থেকে উদ্ধার হল ১২.৪ লক্ষ টাকা, যার সবই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ The post গাড়ি খুলতেই বেরিয়ে এল ১২.৪ লক্ষ টাকার নতুন নোট appeared first on Sangbad Pratidin.
Posted: 10:07 PM Nov 23, 2016Updated: 05:31 PM Nov 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গাড়ি খুলতেই বেরিয়ে এল রাশি রাশি নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ দেখেই চক্ষু ছানাবড়া সবার৷ এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আহমেদাবাদে৷ মঙ্গলবার আহমেদাবাদের রাস্তায় এমনই একটি গাড়ি আটকায় পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে করে যাচ্ছিলেন একই পরিবারের তিন সদস্য৷ সন্দেহ হওয়ায় গাড়িটি আটকে তল্লাশি চালায় পুলিশ৷ সেখান থেকে মেলে ১২.৪ লক্ষ টাকা৷ যার সবই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ ওই গাড়ির যাত্রীরা জানান, টাকাগুলি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিয়ের জন্য তোলা হয়েছে৷ যদিও তারা বিয়ের কার্ড দেখাতে না পারায় টাকাগুলি বাজেয়াপ্ত করে আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Advertisement

প্রসঙ্গত, বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত তোলার অনুমতি দিয়েছে কেন্দ্র৷ কারণ, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ক্যাটারার, ভেন্ডরদের ব্যাঙ্ক  অ্যাকাউন্ট নেই৷ সেক্ষেত্রে নগদে খরচের জন্য আড়াই লক্ষ টাকা তোলার অনুমতি দিয়েছে কেন্দ্র৷ তবে আহমেদাবাদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় কেন্দ্রের নির্দিষ্ট করে দেওয়া সেই আড়াই লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে৷ তাই তদন্তের প্রয়োজনেই টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতরের আধিকারিকরা৷ এদিকে এদিনই বেঙ্গালুরুর একটি এটিএম-এ টাকা নিয়ে যাওয়ার পথে গাড়ি থেকেই ১.৩ কোটি টাকা চুরির অভিযোগ উঠল সেইে গাড়ি চালকের বিরুদ্ধে৷

The post গাড়ি খুলতেই বেরিয়ে এল ১২.৪ লক্ষ টাকার নতুন নোট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement