shono
Advertisement

কাশ্মীরে বড় সাফল্য সেনার, গ্রেপ্তার সদ্য জঙ্গি সংগঠনে নাম লেখানো চার যুবক

সুশিক্ষিত হওযা সত্ত্বেও জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিল এরা। The post কাশ্মীরে বড় সাফল্য সেনার, গ্রেপ্তার সদ্য জঙ্গি সংগঠনে নাম লেখানো চার যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:21 PM Aug 26, 2018Updated: 12:02 PM Aug 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল মাত্র কয়েকদিন আগেই৷ প্রশিক্ষণ নিয়ে সীমান্ত পেরোনোর ছকও কষেছিল ওই চার কাশ্মীরি যুবক৷ সেই পরিকল্পনা বানচাল করল নিরাপত্তা বাহিনী৷ তল্লাশি অভিযান চালাতেই ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল তারা, পরে তাদের গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের কাছ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রও৷

Advertisement

[রাফালে নিয়ে ‘ন্যাশনাল হেরাল্ড’-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের আম্বানির]

সদ্যই উমর বসির শেখ, দানিশ খাজের শেখ,  ওয়াসিম আহমেদ খান ও তাহির হাবিব ভাট জঙ্গি দলে নাম লেখায়৷ আল বাদির নামের একটি সংগঠনে নাম লেখায় ওই চারজন৷ মাত্র কয়েকদিন আগেই ওই চারজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ ওই ছবিতে দেখা গিয়েছে, প্রত্যেকেরই হাতে রয়েছে বন্দুক৷ সেই ভাইরাল হয়ে যাওয়া ছবির সূত্র ধরে জঙ্গিদের খোঁজ শুরু করে পুলিশ এবং সেনার যৌথ বাহিনী৷ তাদেরকে গ্রেপ্তার করার টার্গেট নেওয়া হয়৷ কুপওয়াড়ার নাগদাগি জঙ্গলে সদ্য জঙ্গি দলে নাম লেখানো এই চার কাশ্মীরি যুবক লুকিয়ে রয়েছে বলে খবর পায় যৌথ বাহিনী৷ শনিবার রাতেই শুরু হয় তল্লাশি অভিযান৷ তল্লাশি চলাকালীনই নিরাপত্তা রক্ষীদের দেখতে পায় জঙ্গিরা৷ নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা৷ পালটা জবাব দেয় সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল৷ চলতে থাকে ব্যাপক গোলাগুলি৷ দীর্ঘক্ষণ পর দু’পক্ষের গুলির লড়াই শেষ হয়৷ এরপরই  ওই চারজন সেনার কাছে আত্মসমর্পণ করে৷ তাদের গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের কাছ থেকে  প্রচুর অত্যাধুনিক  অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

[বাজপেয়ীর নামে একাধিক জায়গার নামকরণের প্রস্তাব ঝাড়খণ্ডে]

উমর, দানিশ, ওয়াসিম ও তাহির হান্দওয়ারার বাসিন্দা৷ ধৃতেরা প্রত্যেকেই বাইশ-তেইশ বছর বয়সী, এবং সুশিক্ষিত৷ ধৃতদের মধ্যে ওয়াসিম আহমেদ খান এমবিএর ছাত্র৷ অন্যদিকে, উমর বাসির শেখ অপারেশন থিয়েটার সংক্রান্ত একটি ডিপ্লোমা কোর্স করেছে৷ তারপরেও কেন এই চার যুবক আল বাদির নামে ওই জঙ্গি সংগঠনে নাম লেখাল, সেটাই এখন বড় প্রশ্ন৷ উত্তরের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷  

The post কাশ্মীরে বড় সাফল্য সেনার, গ্রেপ্তার সদ্য জঙ্গি সংগঠনে নাম লেখানো চার যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement