shono
Advertisement

উপত্যকায় ফের বড়সড় সাফল্য সেনার, সোপিয়ানে গুলির লড়াইতে নিকেশ ৪ জঙ্গি

তাদের কাছ থেকে প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। The post উপত্যকায় ফের বড়সড় সাফল্য সেনার, সোপিয়ানে গুলির লড়াইতে নিকেশ ৪ জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:46 AM Apr 22, 2020Updated: 10:46 AM Apr 22, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনাবাহিনী। আবারও চারজন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তারক্ষীরা। মঙ্গলবার থেকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। তাতেই এই জঙ্গিরা নিকেশ হয়েছে বলে খবর। তবে তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। নিকেশ হওয়া ওই চার জঙ্গির কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে খবর পায়, কাশ্মীরের সোপিয়ানের মালহুরা জানপুরা গ্রামে বেশ কয়েকজন জঙ্গি ঘাঁটি তৈরি করেছে। নাশকতার ছকও কষছে তারা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার থেকে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাতে শুরু করে। গ্রামে পা রাখামাত্রই টনক নড়ে জঙ্গিদের। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। বুধবার ভোররাত পর্যন্ত চলে গুলির লড়াই। বুধবার সকালে নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়, চারজন জঙ্গির দেহ পাওয়া গিয়েছে। সোপিয়ানের এনকাউন্টারে নিকেশ হয়েছে তারা। তারা আদৌ কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

[আরও পড়ুন: লকডাউনে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড়, নয়া নির্দেশিকা কেন্দ্রের]

চলতি মাসে দক্ষিণ কাশ্মীরে একাধিক এনকাউন্টার হয়েছে। তাতেই কমপক্ষে ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। যদিও বেশ কয়েকজন সেনাও শহিদ হয়েছেন। গত ৬ এপ্রিল কুপওয়ারার কেরান সেক্টরে এলিট স্পেশ্যাল ফোর্সের ৫ কম্যান্ডো শহিদ হয়েছেন। তিনজন সিআরপিএফ জওয়ান সোপোরের জঙ্গি হামলায় শহিদ হন। গত ২৪ ঘণ্টায় চারজন জঙ্গিকে নিকেশ করায় কিছুটা স্বস্তিতে প্রশাসনিক আধিকারিকরা।

[আরও পড়ুন: নয়া নীতিতে নিয়ম লঙ্ঘন হয়নি, FDI নিয়ে চিনা ক্ষোভের জবাব দিল্লির]

The post উপত্যকায় ফের বড়সড় সাফল্য সেনার, সোপিয়ানে গুলির লড়াইতে নিকেশ ৪ জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement