সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় শিক্ষানীতি কার্যকর করা নিয়ে অবস্থান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। জানিয়ে দিলেন, জাতীয় শিক্ষানীতিতে স্নাতক পাঠক্রম চার বছরে করার যে নির্দেশিকা রয়েছে, সেটা এখনই কার্যকর হচ্ছে না। এ নিয়ে আগে বিশেষজ্ঞ কমিটি গড়া হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকেই স্নাতকে চারবছরের পাঠক্রম চালু হয়ে যাওয়ার কথা। কিন্তু শিক্ষামন্ত্রী এদিন স্পষ্ট করে দিলেন, এই পদ্ধতি কার্যকর করার আগে রাজ্য সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চায়। শনিবার ভাষামেলায় তিনি জানিয়েছেন, চার বছরের স্নাতক কোর্স নিয়ে উপাচার্যদের কমিটি গঠন করব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম কী ভাবে কার্যকর করা হতে পারে, তা নিয়ে সেই কমিটি মত দেবে। তারপর এটা নিয়ে কথা হবে।
[আরও পড়ুন: ফের আগের মতো মূল বেতনের ৫০ শতাংশ পেনশন পাবেন সরকারি কর্মীরা? নয়া কমিটি গড়লেন নির্মলা]
রাজ্য সরকার যে এখনই চারবছর স্নাতক পাঠক্রম চালুর পক্ষে নয়, সেটাও বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাছাড়া চার বছরে স্নাতক পাঠক্রম চালুর মতো পরিকাঠামো এখনও রাজ্যে কতটা আছে, সেটা নিয়ে শিক্ষামন্ত্রী নিজেই সংশয় প্রকাশ করেছেন। শনিবার ভাষামেলায় যোগ দিয়ে ব্রাত্য বলেন, নতুন নিয়ম চালু করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে চার বছরের পাঠক্রম চালুর পরিকাঠামো আছে কিনা, সেটাও খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন ব্রাত্য (Bratya Basu)।
[আরও পড়ুন: বাড়িতে নগদ নয়, টাকা ব্যাংকে রাখায় জোর, লেনদেনের নয়া নিয়ম জানাল সিবিডিটি]
শিক্ষামন্ত্রী স্পষ্ট বলছেন, নতুন করে পরিকাঠামো গড়তে যে বিরাট টাকার প্রয়োজন, সেই টাকা নিয়ে ইউজিসি (UGC) এখনও নীরব। এই টাকা নিয়ে কোনও সদুত্তর না পেলে এ নিয়ে এখনই কোনও পদক্ষেপ করা হবে না বলেই একপ্রকার বুঝিয়ে দিলেন ব্রাত্য। উল্লেখ্য, রাজ্যে নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকর করা যাবে কিনা, সেটা নির্ধারণ করতে একটি কমিটি আগেই গঠন করা হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার আগেই আংশিকভাবে জাতীয় শিক্ষানীতির একটি নির্দেশিকা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। তবে চার বছরের পাঠক্রম এখনই কার্যকর হচ্ছে না।