shono
Advertisement

জানেন, এই দেশে রয়েছে আস্ত চকোলেটের বাড়ি?

নেটদুনিয়ায় ভাইরাল চকোলেটের বাড়ি৷ The post জানেন, এই দেশে রয়েছে আস্ত চকোলেটের বাড়ি? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:09 PM Oct 04, 2018Updated: 08:09 PM Oct 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চকোলেটের কথা বললে, অনেকেই লোভ সামলাতে পারেন না৷ আট হোক বা আশি, চকোলেট পছন্দের তালিকায় থাকে প্রায় সবারই৷ চকোলেট কেক, আইসক্রিম এসবের কথা তো শুনেছেন৷ কিন্তু চকোলেট বাড়ির কথা শুনেছেন কখনও? জানতাম, আপনি অবাক হবেন৷ ভাবছেন, এ আবার হয় নাকি? এত ভাবার প্রয়োজন নেই৷ সত্যিই এই পৃথিবীতেই খোঁজ মিলেছে চকোলেটের বাড়ির৷

Advertisement

[যুবতীর কবরে পেল্লায় iPhone! হতবাক স্থানীয়রা]

সম্পূর্ণ চকোলেট দিয়ে তৈরি এই বাড়ি রয়েছে ফ্রান্সে৷ জিন-লুক-ডিক্লুজ নামে এক শিল্পী তৈরি করেছেন বাড়িটি৷ বাড়ির চৌহদ্দিতে যা যা রয়েছে, তার বেশিরভাগই তৈরি হয়েছে এই চকোলেট দিয়েই৷ বাড়ির দেওয়ালে রয়েছে চকোলেটের ছোঁয়া৷ তেমনই আবার ছাদও তৈরি হয়েছে চকোলেট দিয়েই৷ শুধু কি তাই, বাড়ির জানালা-দরজাতেও রয়েছে চকোলেটি স্বাদ৷ এছাড়া ফায়ারপ্লেস, বারান্দাও তৈরি সম্পূর্ণ চকোলেট দিয়েই৷ আর পাঁচটা বাড়ির মতোই এই বাড়িতে রয়েছে ঘড়ি, বই সবকিছুই৷ সেগুলিও তৈরি করতে শিল্পী কাজে লাগিয়েছেন চকোলেটকে৷ তিনি চকোলেট দিয়ে ঘর ভরতি বইয়ের সম্ভারের ব্যবস্থা করেছেন৷ এ তো নয় গেল, বাড়ির ভিতরের গল্প৷ এবার শুনুন বাড়ির বাইরের পরিবেশের কথা৷ বাড়ির বাইরেও মোড়া চকোলেট দিয়ে৷ বাড়ির সামনের বাগানে ফুলগাছের সারি৷ ফুলগুলিও তৈরি হয়েছে চকোলেট দিয়ে৷ বাড়ির চৌহদ্দিতে রয়েছে পুকুর৷ ওই পুকুরের উপর দিয়েই ভেসে বেড়াচ্ছে হাঁস৷ ভাববেন না যেন, হাঁসগুলি জীবন্ত৷ ওই হাঁসগুলিও তৈরি করা হয়েছে চকোলেট দিয়েই৷

[মিলনেই মৃত্যু! সঙ্গমরত অবস্থাতেই প্রাণ হারালেন বিখ্যাত ‘প্লে-বয়’]

আপনিও যদি চকোলেট পছন্দ করেন, তবে এই বাড়িতে থাকার ইচ্ছা হতেই পারে৷ থাকতে চাইলে ‘Booking.com’ -এ গিয়ে আপনি বুক করতেই পারেন৷ শুধু থাকাই নয়৷ সঙ্গে ওই বাড়ির শিল্পীর ওয়ার্কশপেও যোগ দিতে পারেন আপনি৷ একবার বুক করেই দেখুন না, ওই ওয়ার্কশপ থেকে ফিরে হয় তো আপনিও বানিয়ে ফেললেন একটি আস্ত চকোলেটের বাড়ি৷

The post জানেন, এই দেশে রয়েছে আস্ত চকোলেটের বাড়ি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার