shono
Advertisement

স্বাধীন চিন্তা বিপন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে, উদ্বিগ্ন মনমোহন সিং

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ২০০ বছর পূর্তির অনুষ্ঠানে এসে এ কথাই শোনালেন তিনি৷ The post স্বাধীন চিন্তা বিপন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে, উদ্বিগ্ন মনমোহন সিং appeared first on Sangbad Pratidin.
Posted: 10:47 PM Jan 20, 2017Updated: 05:17 PM Jan 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন চিন্তাধারা বিপন্ন হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে৷ শান্তিপূর্ণ বিরোধিতা বা আলোচনার পরিসরের উপরও নেমে আসছে হস্তক্ষেপ৷ এই প্রবণতাকেই মারাত্মক বলে চিহ্নিত করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ২০০ বছর পূর্তির অনুষ্ঠানে এসে এ কথাই শোনালেন তিনি৷

Advertisement

(গণতন্ত্রে ভিন্নমতকে গুরত্ব দিতেই হবে, মত রাষ্ট্রপতির)

অদ্ভুত সমাপতনই বলা যায়৷ যে সময় এ কথা বলছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার ঠিক একদিন আগেই গণতন্ত্রে বিরুদ্ধমতের হয়ে সওয়াল করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ শহরে এক সংবাদপত্রের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি জানিয়েছিলেন, সংসদীয় গণতন্ত্রে বিরুদ্ধ মত না থাকলে তা কখনওই শক্তিশালী হতে পারে না৷ প্রায় একইভাবে গণতন্ত্রের আর একটি দিক তুলে ধরলেন মনমোহন সিং৷ তা হল মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন চিন্তার ক্ষমতা৷ তাঁর মতে, প্রতিটি বিশ্ববিদ্যালয়েই এই স্বাধীনতার অনুশীলন হওয়া জরুরি৷ তাঁর আক্ষেপ, বর্তমানে এ দু’টির উপরই হস্তক্ষেপ হচ্ছে৷ জ্ঞান অর্জনের ক্ষেত্রে তা এক প্রতিবন্ধকতা বলেই মানেন তিনি৷ জহওরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মতপ্রকাশে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে তা বাঞ্ছনীয় নয় বলেই অভিমত মনমোহন সিংয়ের৷ তাঁর মতে শান্তিপূর্ণ আলোচনার পরিসর রুদ্ধ করে দেওয়া শুধু শিক্ষালাভের পথে বাধাই নয়, অগণতান্ত্রিকও বটে৷ মতপ্রকাশের পক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রীর এই সওয়াল শিক্ষামহলকে যে বিশেষ বার্তা দেবে, তা বলাই বাহুল্য৷

The post স্বাধীন চিন্তা বিপন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে, উদ্বিগ্ন মনমোহন সিং appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement