সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন গলি থেকে রাজপথে পৌঁছনোর এক অসাধারণ গল্প! উবের ইটসের সামান্য এক কর্মচারী থেকে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) তারকা বনে গেলেন নেদারল্যান্ডসের বোলার পল ভ্যান মিকেরেন (Paul van Meekeren)।
এবারের বিশ্বকাপে অঘটন ঘটিয়েছে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ডাচরা। আর তার পরই তাঁদের ক্রিকেটারদের জীবনসংগ্রামের গল্প নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে।
[আরও পড়ুন: ICC World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে কেমন দল নামাবে টিম ইন্ডিয়া? শাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা কাটল]
নেদারল্যান্ডসের বেশিরভাগ ক্রিকেটারই একাধিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ভ্যান মিকেরেল যেমন উবের ইটসের সামান্য এক কর্মী ছিলেন। করোনার দাপটে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বন্ধ হয়ে যায়। সেই সময় বেশ চিন্তায় ছিলেন ভ্যান মিকেরেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক চাহিদার জন্য উবের ইটসে খাবার ডেলিভারির কাজ শুরু করেন। জীবন যে কখন বদলে যায় কেউ জানেন না।
দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। সেই প্রোটিয়া শিবিরকে ৩৮ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। পল মিকেরেন ৪০ রান দিয়ে ২টি উইকেট নেন। ফিরিয়েছেন মার্করাম ও জ্যানসেনকে।
একসময়ে এই মিকেরেনকে বলতে শোনা গিয়েছিল, যা সঞ্চয় করেছিলাম, সেগুলো খরচ করতে চাই না। আমার সব সঞ্চয় প্রায় শেষের পথে। শীতকালে কী করব, তা নিয়ে পরিকল্পনা করতে হবে। কারণ ক্রিকেট নেই। আমাকে যে অর্থ উপার্জন করতেই হবে। প্রোটিয়া ব্রিগেডকে হারানোর পরে পল মিকেরেনের সেই সব পুরনো সাক্ষাৎকার, টুইট আবার নতুন করে ঘুরেফিরে চর্চিত হচ্ছে।