সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দিন কয়েক আগেই বিদায় নিয়েছেন দুর্গাদেবী৷ মায়ের হাত ধরে ধনদেবীও ফিরেছেন নিজেদের দেশে৷ এবার অপেক্ষা মা কালীর জন্য৷ শুরু হয়েছে কালী আরাধনায় প্রস্তুতি৷ কিন্তু, প্রস্তুতি পর্বেই বড় ধাক্কার মুখোমুখি আমজনতা থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা৷ বাজার অগ্নিমূল্য। মাসের শুরুতেই মানিব্যাগ ফাঁকা হওয়ার জোগাড়। এক লাফে সবুজ শাকসবজি ও ফলমূলের বাজার অনেকটাই চড়ে গিয়েছে৷ জাতে উঠেছে ফুল৷ লাফিয়ে বেড়েছে জবা ফুলের চাহিদা৷ ফলে রবিবার বাজারে বেরিয়ে প্রয়োজনের অর্ধেক আনাজপাতি ও পুজোর উপকরণ কিনে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন অনেকেই।
[নিরামিষ রান্নায় মিলল মাংসের হাড়, বিতর্কে শহরের রেস্তরাঁ]
২০ চাকার লরি শহরে ঢুকতে পারছে না, এই অজুহাতে কালীপুজোর আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন একশ্রেণির সবজি ও ফলমূল বিক্রেতারা৷ পিছিয়ে নেই মাছ বিক্রেতারাও। তার মধ্যে গোদের উপর বিষফোড়ার মতো ডিজেলের দাম বেড়ে চলেছে হু হু করে৷ ফলে জিনিসের দাম আরও বাড়ছে। বাজারে আপেল, শশা, কলা, শাকালু, শরবতি লেবু, পেয়ারা, বাতাবি লেবুর মতো ফলের দাম আগুন। সাধারণ শশা ৫৫ টাকা কেজি থেকে বেড়ি ৬৫ থেকে ৭৫ টাকা প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে। আপেলে কিলো প্রতি দাম বেড়েছে অন্তত ১০ থেকে ১৫ টাকা। পেয়ারা ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা প্রতি কিলো হয়েছে৷
[ইডেন ম্যাচের জন্য আজ শহরে চলবে অতিরিক্ত মেট্রো-ট্রেন-বাস]
উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমায় ঠাকুরনগর ফুলের বাজার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুলবাজার। নদিয়ার বিভিন্ন চাষিরাও ফুল এনে এখানে বিক্রি করেন৷ খুচরো ও পাইকারি চাষিরা এই বাজারে আসেন৷ রোজ সকাল ৭টার মধ্যে বাজার বসে যায়৷ চলে দুপুর আড়াইটে, তিনটে পর্যন্ত৷ সন্ধ্যার পর মূলত বসে জবা ফুলের বাজার৷ এদিন, সকাল থেকেই জবা ফুলের দাম চড়তে শুরু করে৷ একহাজার পিস জবা পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৬০০ টাকায়৷ সাধারণত জবার গড় দাম, ২৫০-৩০০ টাকা প্রতিহাজার৷ ব্যবসায়ীদের দাবি, উৎপাদনের তুলনায় জবার চাহিদা বেশি থাকায় বেশিই দাম উঠেছে৷
[পার্ক সার্কাসে রেললাইনের পাশে উদ্ধার বোমা, ব্যাহত ট্রেন চলাচল]
অন্যদিকে, রবিবার শহরে সবজি দাম দাঁড়িয়েছে কেজি প্রতি আলু (চন্দ্রমুখী)-২৫, আলু (জ্যোতি)-১৭, পেঁয়াজ-২৮, টোম্যাটো-৪২, কুমড়ো-২০, বেগুন-৩৫, কাঁচা লঙ্কা-৬২, ক্যাপসিকাম-৮১, গাজর-৪২, ঢ্যাঁড়স-৩৮, ঝিঙে-৪২, উচ্ছে-৪২, লাউ-২৮ টাকায়৷ ব্যবসায়ীদের বক্তব্য, এমনিতেই কোনও পুজো থাকলে মার্কেট একটু চড়া থাকে৷ তার মধ্যে অনেক কষ্ট করে মাল নিয়ে আসতে হচ্ছে৷ তাই দাম বাড়ছে৷
The post অগ্নিমূল্য জবা, কালীর আরাধনায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের appeared first on Sangbad Pratidin.