shono
Advertisement

লোকসভা নির্বাচনের আগেই কমবে পেট্রল-ডিজেলের দাম? জবাব দিলেন মন্ত্রী

আন্তর্জাতিক বাজারে গত প্রায় বছর খানেক ধরে ধীরে ধীরে কমছে অশোধিত তেলের দাম।
Posted: 02:17 PM Aug 19, 2023Updated: 02:19 PM Aug 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে কি পেট্রল-ডিজেলের দাম কমতে চলেছে? বেশ কিছুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলছেন, এই জল্পনায় কোনও সত্যতা নেই। পুরোটাই মিডিয়ার তৈরি গল্পকথা। লোকসভার আগে যে জ্বালানির দাম কমবেই এমন নিশ্চয়তা দিতে পারছেন না হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)।

Advertisement

বস্তুত আন্তর্জাতিক বাজারে গত প্রায় বছর খানেক ধরে ধীরে ধীরে কমছে অশোধিত তেলের (Cruid Oil) দাম। এক বছর আগে যে অশোধিত তেলের দর ছিল ব্যারেল প্রতি ১২০-৩০ ডলার, এখন তা ৭০-৮০ ডলারের ঘরে নেমে এসেছে। ইদানিং ভারতে আসা অশোধিত তেলের ৪৫ শতাংশই রাশিয়া থেকে সস্তায় আমদানি করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেশের বাজারে তেলের দাম কমেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার অশোধিত তেলের দাম স্থীতিশীল জায়গায় এসে পৌঁছেছে। এই স্থিতাবস্থা বজায় থাকলে আগামী দিনে দাম কমানো সম্ভব হবে।

[আরও পড়ুন: ঋণ নেওয়ার ক্ষেত্রে বদল আরবিআইয়ের নিয়মে! কী বলা হয়েছে নয়া গাইডলাইনে?]

তাৎপর্যপূর্ণভাবে বছর খানেক আগে একবার একধাক্কায় অনেকটা শুল্ক কমিয়েছিল কেন্দ্র। সেসময় পেট্রলে ৮ টাকা ও ডিজ়েলে ৬ টাকা শুল্ক কমেছিল। তারপর একবছর আর পেট্রপণ্যের দাম কমেনি। তেমনই বাড়েওনি। পেট্রোলিয়াম মন্ত্রীর দাবি,”মোদি (Narendra Modi) সরকারের সফল নীতির জন্যই পেট্রল-ডিজেলের দাম বাড়েনি।”

[আরও পড়ুন: দেশে জন ধন অ্যাকাউন্ট পেরিয়েছে ৫০ কোটি, ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’, উচ্ছ্বসিত মোদি]

হরদীপ পুরীর দাবি, আমরা তেল উৎপাদনকারী দেশগুলিতে দাম কমাতে বলতে পারি না। তাছাড়া সরকার শুল্ক বাড়ায়নি। উলটে শুল্ক কমিয়ে দাম কমানোর চেষ্টা করছে। তাছাড়া বিজেপিশাসিত রাজ্যগুলিতে আলাদা করে ভ্যাট কমানো হয়েছে। তবে লোকসভার আগে আলদা করে দাম কমানোর কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন মন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement