shono
Advertisement

Breaking News

ক্লাসরুমে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মেরে আত্মঘাতী যুবক

সহপাঠিদের চোখের সামনেই ঘটে গেল গোটা ঘটনা৷ The post ক্লাসরুমে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মেরে আত্মঘাতী যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:47 AM Feb 02, 2017Updated: 03:22 AM Feb 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মেরে নিজেও আত্মঘাতী হল যুবক৷ বুধবার ঘটনাটি ঘটেছে কেরলের কোট্টায়ামের স্কুল অফ মেডিক্যাল এডুকেশন কলেজে৷ ক্লাস চলাকালীনই এই ঘটনা ঘটে৷

Advertisement

জানা গিয়েছে, আদর্শ নামে ওই যুবক কলেজেরই প্রাক্তন ছাত্র৷ দুই বছর আগে পাশ করে সে৷ নিহত তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার৷ তবে পরিবারের আপত্তির কারণে সেই সম্পর্ক থেকে সরে আসেন ওই তরুণী৷ জানা গিয়েছে, এর পর থেকেই আদর্শ নানা ভাবে উত্যক্ত করত তাঁকে৷ মেরে ফেলার হুমকিও দিয়েছিল বেশ কয়েকবার৷

ওড়িশা-অন্ধ্র সীমান্তে মাও হানায় নিহত ৫ পুলিশকর্মী

বুধবার ফিজিওথেরাপির ক্লাস চলাকালীন পেট্রল ভর্তি বোতল নিয়ে ক্লাসরুমে প্রবেশ করে আদর্শ৷ নিজের ও তরুণীর গায়ে পেট্রল ঢালতে থাকে সে৷ তরুণী পালানোর চেষ্টা করলে তাঁর দিকে লাইটার ছুড়ে মারে৷ তারপর আগুন ধরিয়ে দেয় নিজের গায়েও৷ পুরো ক্লাসের সামনেই ঘটে গোটা ঘটনা৷ কোনওমতে আগুন নিভিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যু হয় দু’জনের৷ তরুণীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দু’জন পড়ুয়া৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ৷

বিতর্কিত বাজেট আরও বিতর্কিত আকার ধারণ করল: মুখ্যমন্ত্রী

The post ক্লাসরুমে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মেরে আত্মঘাতী যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement