shono
Advertisement

Breaking News

বান্ধবীকে চকোলেট উপহার, নিম্নবর্ণের কিশোরকে নগ্ন করে গ্রাম ঘোরাল মাতব্বর

ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ The post বান্ধবীকে চকোলেট উপহার, নিম্নবর্ণের কিশোরকে নগ্ন করে গ্রাম ঘোরাল মাতব্বর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:33 PM Sep 23, 2018Updated: 02:33 PM Sep 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নবর্ণের পরিবারে জন্মেছিল এক কিশোর৷ কিন্তু বন্ধুত্ব কি আর ধর্ম-বর্ণ বোঝে? তাই উচ্চবর্ণের পরিবারের মেয়ের সঙ্গেই বন্ধুত্ব পাতিয়েছিল সে৷ বন্ধুকে ভালবেসে চকলেট দিয়েছিল৷ কিন্তু মাতব্বরদের চোখে সেটাই ছিল কিশোরের ‘অপরাধ’৷ শাস্তিস্বরূপ কিশোরকে উলঙ্গ করে ঘোরানো হল গোটা গ্রামে৷ এই ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

Advertisement

[বাড়ি যাবেন না, জঙ্গি হামলা রুখতে অফিসারদের বার্তা জম্মু-কাশ্মীর পুলিশের]

দু’দিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করেই থমথমে মহারাষ্ট্রের কোলাপুর৷ মাসখানেক আগে উচ্চবর্ণের পরিবারের এক কিশোরীর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় বছর তেরোর কিশোরের৷ বন্ধুত্বের গভীরতা নজরে আসে দুটি পরিবারের৷ আজারা থানার পুলিশ আধিকারিক জানান, কয়েকদিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে চকলেট দিতে যায় ওই কিশোর৷ এই কথা বাড়িতে বাবা-মাকে জানায় মেয়েটি৷ তারপর থেকে দুই পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়৷ মুম্বইতে কাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ওই কিশোরীকে৷ শুক্রবার কিশোরীর কাকা গ্রামে আসেন৷ এরপর কিশোরের বাড়িতে যান মেয়েটির কাকা৷ নিম্নবর্ণের হওয়া সত্ত্বেও কেন তার ভাইঝিকে চকলেট দিল ওই কিশোর, তা নিয়ে তার পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তিনি৷ অভিযোগ, কথাবার্তা চলাকালীন আচমকাই কিশোরকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে চলে যান৷ অভিযোগ, ওই ঘরে তালাবন্ধ করে কিশোরকে বেধড়ক মারধরও করা হয়৷ কিশোরের পরিজনদের কথায় আমল না দিয়েই উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাকে৷ সেই অবস্থাতেই গ্রাম পঞ্চায়েত দপ্তর পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় কিশোরকে৷ মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েছে কিশোর৷ এলাকার এক হাসপাতালে চিকিৎসা চলছে তার৷

[আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রবল সামুদ্রিক ঝড়ের মুখে ভারতীয় নৌসেনা জওয়ান]

এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার৷ পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩২৩ ও ৫০৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এখনও গোটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে৷ কিশোর ও কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা৷

The post বান্ধবীকে চকোলেট উপহার, নিম্নবর্ণের কিশোরকে নগ্ন করে গ্রাম ঘোরাল মাতব্বর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement