shono
Advertisement

Breaking News

‘আসিফা মরেছে, ভালই হয়েছে!’ বিতর্কিত মন্তব্য করে চাকরি খোয়াল ব্যাংককর্মী

ওই ব্যাংককর্মী আবার আরএসএসের সদস্যও৷ The post ‘আসিফা মরেছে, ভালই হয়েছে!’ বিতর্কিত মন্তব্য করে চাকরি খোয়াল ব্যাংককর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 12:01 PM Apr 14, 2018Updated: 12:16 PM Apr 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসিফা হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন পুড়ছে গোটা দেশ, উত্তাল যখন দেশের রাজনীতি, ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে নিজের চাকরি খোয়াল এক ব্যাংককর্মী৷ আসিফার সঙ্গে যা ঘটেছে, সেটা ভাল হয়েছে বলে মন্তব্য করায়, কোচির ব্রাঞ্চের সহকারী ম্যানেজার বিষ্ণু নন্দকুমারকে চাকরি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কোটাক ব্যাংক কর্তৃপক্ষ৷ এই মন্তব্যের জন্য ব্যাংকের তরফে ক্ষমা চেয়ে টুইটারে ওই সহকারী ব্রাঞ্চ ম্যানেজারকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়৷

Advertisement

[সাহস থাকলে শাস্তি দিক সিস্টেম, কাঠুয়া গণধর্ষণে বিস্ফোরক গৌতম]

শুক্রবার অভিযুক্ত ব্যাংককর্মীর আসিফা হত্যাকাণ্ডে অভিযুক্তদের পক্ষ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে৷ ওই পোস্টে বিষ্ণু নন্দকুমার লেখেন, ‘‘ভাল হয়েছে, আসিফার আট বছরের মধ্যেই মৃত্যু হয়েছে৷ তা না হলে ও বড় হয়ে ভারতবর্ষের বুকে বোমা ছুড়ত৷’’ মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়৷ শুরু হয় কমেন্ট যুদ্ধ৷ ব্যাংককর্মীর এহেন কাণ্ড দেখে কোটাক ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের অফিসিয়াল পেজেও বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়৷ অভিযুক্তকে বরখাস্তের দাবিও উঠতে থাকে৷ সোশ্যাল মিডিয়াজুড়ে অভিযুক্ত ব্যাংককর্মীর শাস্তির দাবিও জানানো হয়৷ বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় ব্যাংক কর্তৃপক্ষ৷ টুইট করে ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত সহকারী ব্রাঞ্চ ম্যানেজারের চাকরি থেকে ছাঁটাই কারার ঘোষণা করে কোটাক ব্যাংক৷

[আসিফার পাশে দাঁড়িয়েও বিদ্রুপের শিকার সানিয়া, পালটা দিলেন তারকা]

কোটাক ব্যাংকের অফিসিয়াল পেজে লেখা হয়, ‘‘গোটা ঘটনার জন্য আমরা দুঃখিত৷ ১১ এপ্রিল ২০১৮ থেকে আমরা অভিযুক্ত বিষ্ণু নন্দকুমারকে বরখাস্ত করেছি৷ এই ধরনের মন্তব্য কোনও কর্মী যদি করে থাকেন, তাদের জন্যও একইরকম ব্যবস্থা নেওয়া হবে৷ আমরা দৃঢ়ভাবে এই নিন্দা জানাচ্ছি৷’’ জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যাংককর্মী বিজেপি পরিবারের সদস্য৷ নিজেও আরএসএসের সদস্য৷ অভিযুক্তের প্রোফাইলে একাধিক বিজেপি ও আরএসএসের সমর্থনে একাধিক পোস্ট করতে দেখা গিয়েছে৷ যদিও, এই ঘটনার পর থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে অভিযুক্ত ওই ব্যাংককর্মী৷

[‘ওদের ফাঁসি হোক, আর কিছু চাই না!’ কাতর আরজি আসিফার বাবার]

The post ‘আসিফা মরেছে, ভালই হয়েছে!’ বিতর্কিত মন্তব্য করে চাকরি খোয়াল ব্যাংককর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement