আলাপন সাহা: রাজনৈতিক ইনিংসে ইতি টানলেন গৌতম গম্ভীর (Goutam Gambhir)! ছাড়ছেন সাংসদ পদও? শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট ঘিরে শুরু হল তুমুল জল্পনা। প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির বিজেপি (BJP) সাংসদ জানিয়েছেন, রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চান। আগামী দিনে ক্রিকেটেই মন দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) লড়বেন না গম্ভীর, সেরকম সম্ভাবনা আগেই শোনা গিয়েছিল। তার মধ্যেই গত নভেম্বরে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে মেন্টর হিসাবে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইট জার্সিতে খেলেছেন গম্ভীর। দলকে দুবার আইপিএল ট্রফিও জিতিয়েছেন। আগামী মরশুমে তাঁকে নয়া ভূমিকায় দেখা যাবে কেকেআর ডাগআউটে।
[আরও পড়ুন: জাতীয় দলে খেলতে নারাজ, রাহুল-রোহিতের প্রস্তাব ফেরালেন ‘অবাধ্য’ ঈশান!]
আইপিএলে (IPL) নতুন দায়িত্ব নেওয়ার পরে গম্ভীর লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক কর্মসূচিতে থাকতে পারবেন না সেটা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু শুক্রবার নিজের এক্স হ্যান্ডেল সরাসরিভাবে রাজনৈতিক কার্যকলাপ থেকে অব্যাহতি চাওয়ার কথা জানিয়ে দেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ট্যাগ করে তিনি লেখেন, “সমস্ত রাজনৈতিক কাজ থেকে আমাকে মুক্তি দিতে অনুরোধ করছি। আগামী দিনে ক্রিকেটেই মন দিতে চাই। মানুষের সেবা করতে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনেক ধন্যবাদ।”
গম্ভীরের এই বয়ান থেকেই একাধিক প্রশ্ন উঠছে বিশ্লেষক মহলে। সোজাসুজিভাবে বিজেপি বা সাংসদ পদ ছাড়ার কথা বলেননি প্রাক্তন ক্রিকেটার। কিন্তু রাজনৈতিক কাজ থেকে অব্যাহতি মানে কি দল বা সাংসদ পদ থেকেও সরে দাঁড়ানো? সেই প্রশ্ন উঠছে। তাছাড়াও আগামী দিনে ক্রিকেটে মন দিতে চান বলে জানিয়েছেন গম্ভীর। তাহলে কি রাজনীতির ইনিংস একেবারে ছেড়ে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার? জল্পনা রয়েই গিয়েছে।