সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাড়ি-গয়না, বিছানার চাদর, নিদেনপক্ষে বইপত্রই এতদিন পর্যন্ত বিয়েতে উপহার দিয়ে এসেছেন মানুষ৷ নব দম্পতিরাও এমন ধরনের উপহার পেয়ে থাকেন বিয়ের সময়৷ কিন্তু এবার নববধূকে কন্ডোম, গর্ভনিরোধক বড়িও বিয়েতে উপহার হিসাবে দেওয়া হবে৷ আর সেই উপহার দেবে স্বয়ং সরকার৷ নব-দম্পতিকে এমন আজব উপহার দেওয়ারই সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার৷
দুটি কন্ডোমের প্যাকেট৷ প্রত্যেকটিতে রয়েছে তিনটি করে কন্ডোম৷ ২৮টি গর্ভনিরোধক বড়ির দু’টি পাতা৷ তিন ইউনিট আপৎকালীন গর্ভনিরোধক বড়ি৷ প্রেগনেন্সি টেস্ট করার দু’টি যন্ত্র৷ এই উপহারই সরকারের তরফ থেকে তুলে দেওয়া হবে নবদম্পতির হাতে৷ কেন্দ্র সরকারের মিশন পরিবার বিকাশের আওতায় এই অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে রাজস্থানের ১৪টি জেলায়৷
আশা কর্মীর মাধ্যমে এই বিশেষ উপহারটি পৌঁছে দেওয়া হবে ১৪টি জেলার নবদম্পতির হাতে৷ জন্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয় সরঞ্জামের পাশাপাশি বিশেষ এই প্যাকেটে থাকবে দু’টি তোয়ালে, চিরুণি, নখ কাটার সামগ্রী, টিপের পাতা, দু’টি রুমাল এবং একটি ছোট্ট আয়না৷ সঙ্গে কাগজে লেখা থাকবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য৷ যেমন শারীরিক মিলনের কিছু প্রয়োজনীয় তথ্য, সন্তানের জন্ম বিয়ের কত পরে হওয়া উচিত, দুই সন্তানের মধ্যে কত সময়ের ব্যবধান থাকা উচিত ইত্যাদি৷
দেশের জন্ম নিয়ন্ত্রণের বাড়তি হারে রাশ টানতেই এই পদক্ষেপ স্বাস্থ্য মন্ত্রকের৷ এ জন্য বিশেষ নজর দেওয়া হবে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং অসমে৷ রাজস্থানের ১৪ জেলায় এই প্রকল্প সফল হলে তা প্রসারিত করা হবে বাকি রাজ্য গুলিতে৷
The post বিয়েতে এবার কন্ডোম ও গর্ভনিরোধক ওষুধ উপহার দেবে সরকার appeared first on Sangbad Pratidin.