সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সংঘাতে রাজ্য-রাজ্যপাল। এবার কিষাণ সম্মান নিধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বললেন, “রাজ্যের গলদের কারণেই বঞ্চিত হয়েছেন বাংলার কৃষকরা”।
মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনটি টুইট করেন রাজ্যপাল। সেখানেই লেখেন, “বাংলা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে অংশ না নেওয়ায় পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষক ৮,৪০০ কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কৃষকরা ১২ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতেন। কিন্তু তা তাঁরা পাননি৷” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে ধনকড় বলেন, “মুখ্যমন্ত্রীর কুমিরের কান্না কৃষকদের ব্যথা উপশম করতে পারবে না।” রাজ্যপালের কথায়, বাংলা ছাড়া দেশের সব প্রান্তের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের দ্বারা ভীষণভাবে উপকৃত হয়েছেন। শুধু এরাজ্যের কৃষকরাই সমস্যায়। পাশাপাশি একথাও বলেন যে, কৃষকদের স্বার্থে মুখ্যমন্ত্রী অবিলম্বে পদক্ষেপ নেবেন বলে আশাবাদী তিনি।
[আরও পড়ুন: ফি দিতে না পারলেও কোনও ছাত্রকে বোর্ডের পরীক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, নির্দেশ হাই কোর্টের]
উল্লেখ্য, মমতা-ধনকড় সম্পর্ক কোনওদিনই মধুর নয়। বরং বারবারই সংঘাতে জড়াতে দেখা গেছে তাঁদের। বিভিন্ন ইস্যুতে একাধিকবার শাসকদল, মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন রাজ্যপাল। পালটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
[আরও পড়ুন: ‘কালো রবিবার, সাংসদদের নিয়ে আমি গর্বিত’, কৃষি বিলের প্রতিবাদে সরব মমতা]
The post ‘মুখ্যমন্ত্রীর কুমিরের কান্না কৃষকদের ব্যথা কমাতে পারবে না’, কটাক্ষ রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.