shono
Advertisement

কেন্দ্রের নয়া নিয়মে কমছে প্যান কার্ড ছাড়া নগদে লেনদেন

কত টাকা লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে প্যান? The post কেন্দ্রের নয়া নিয়মে কমছে প্যান কার্ড ছাড়া নগদে লেনদেন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:07 PM Jan 19, 2017Updated: 01:37 PM Jan 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নয়া নিয়মের ফলে প্যান কার্ডের গুরুত্ব আরও বাড়তে পারে৷ সূত্রের খবর, এবার থেকে ৫০ হাজার নয়, ৩০ হাজার টাকা লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে প্যান কার্ড৷ দ্রুতই এই ঘোষণা করতে পারে কেন্দ্র৷

Advertisement

সূত্রের খবর, নোট বাতিলের পর থেকেই নগদে লেনদেনের উপর নিয়ন্ত্রণ চাইছে কেন্দ্র৷ ক্যাশ নয়, বরং ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকুক দেশবাসী, চায় কেন্দ্র৷ আসন বাজেটেই এই ঘোষণা হতে পারে৷ গতকালই, উর্জিত প্যাটেল অর্থনীতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে জানিয়েছেন, নোট বাতিলের পর এখনও পর্যন্ত ৯.২ লক্ষ কোটি নতুন টাকা বাজারে ছাড়া হয়েছে৷

(তৈরি থাকুন, আগামী ১৫ দিনের মধ্যে আপনার বাড়িতেও আয়কর হানা!)

এর পাশাপাশি, নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে উর্জিত প্যাটেল জানিয়েছেন, নোট বাতিল নিয়ে রাতারাতি কোনও সিদ্ধান্ত হয়নি৷ গত বছরের শুরু থেকেই সলতে পাকানোর কাজ শুরু হয়েছে৷ সেই মতো ধীর পদক্ষেপে এগিয়েই নভেম্বরে চূড়ান্ত হয়েছে নোট বাতিল পর্ব৷

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে সামনে বসিয়ে তীব্র সমালোচনা করে অর্থনীতি বিষয়ক সংসদীয় কমিটি৷ জবাব ‘যুক্তিযুক্ত’ না হওয়ার কারণেই বর্ষীয়ান কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন কমিটির ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে৷ বুধবার অর্থনীতি বিষয়ক সংসদীয় কমিটির সামনে হাজির হন উর্জিত প্যাটেল৷ নোট বাতিল নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের অবস্থান এবং যাবতীয় তথ্য-পরিসংখ্যান তুলে ধরেন তিনি৷ কিন্তু বৈঠকের শেষে প্যানেলের অন্যতম সদস্য তৃণমূল সাংসদ সৌগত রায় সাফ জানিয়ে দেন, “গভর্নর আমাদের বলতেই পারেননি নোট বাতিলের পর মোট কত বাতিল টাকা ব্যাঙ্কে জমা পড়েছে৷”

(চিনা হুমকির পাল্টা চাল মোদির, বেজিংকে ঘিরে চক্রব্যূহ ভারতের)

তবে উর্জিতের পাশে দাঁড়িয়েছেন আরবিআইয়ের আরেক প্রাক্তন গভর্নর, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তিনি বলেছেন, সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার কোনও প্রয়োজন নেই উর্জিতের৷ বলেন, “সেই সব প্রশ্নে উত্তর দেবেন না যেগুলোর জবাব দিলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে৷” রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের জবাবদিহি চেয়ে তাঁকে সংসদীয় প্যানেলের তরফে তলবের ঘটনায় গত কয়েকদিন ধরেই সরগরম অর্থমন্ত্রকের অন্দরমহল৷

তবে সূত্রের খবর, ওই বৈঠকে নোট বাতিল এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবেই রিপোর্ট তুলে ধরেন উর্জিত প্যাটেল৷ সবচেয়ে বেশি জোর দেন, নগদ টাকার সঙ্কট মেটাতে আরবিআই কী ব্যবস্থা নিচ্ছে তার উপর৷

প্রসঙ্গত, এর আগে সংসদীয় কমিটির তোলা একাধিক প্রশ্নের প্রায় সাত পাতার জবাব দিয়েছিল আরবিআই৷ সেখানেই আরবিআই-এর তরফে জানানো হয়েছিল, সরকারের তরফেই কেন্দ্রীয় ব্যাঙ্ককে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে বিবেচনা করার আবেদন করা হয়েছিল৷ আর তার পরই নড়েচড়ে বসে বিরোধীরা৷ কারণ নিয়ম অনুযায়ী, নোট বাতিল সংক্রান্ত এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাথমিকভাবে সরকারের ভূমিকাই থাকে না৷ বরং আরবিআই-এর তরফে সরকারকে আবেদন পাঠানোই নিয়ম৷ স্বাভাবিকভাবেই এক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলছে বিরোধীরা৷

(ফ্রি ভয়েস কল, 4G ডেটার পর Jio আনছে এই জিনিসটি)

The post কেন্দ্রের নয়া নিয়মে কমছে প্যান কার্ড ছাড়া নগদে লেনদেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement