সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই আপৎকালীন ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ছাড়পত্র পেয়েছে সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনার (Coronavirus) ভ্যাকসিন কোভোভ্যাক্স (Covovax)। এদিকে সারা বিশ্বেই ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন। এই পরিস্থিতিতে এই টিকার হয়ে সওয়াল করলেন সরকারি প্যানেলের এক শীর্ষস্থানীয় বিজ্ঞানী। তাঁর দাবি, বুস্টার হিসেবে দেওয়া হোক এই টিকা।
সরকারি জিনোম সিকোয়েন্সিং মনিটরিং সংস্থা INSACOG-র অন্যতম অধিকর্তা অনুরাগ আগরওয়াল জানিয়েছেন, কোভোভ্যাক্স বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ডের বেশি উপযোগী। কিন্তু ওমিক্রন রুখতে কি পারবে এই টিকা? এবিষয়ে অবশ্য অনুরাগের বক্তব্য, সেটা এখনই বলা যাচ্ছে। সেজন্য আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, আমেরিকায় তৈরি করোনার প্রতিষেধক নোভাভ্যাক্সকে ‘কোভোভ্যাক্স’ নামে ভারতে উৎপাদনের দায়িত্ব পেয়েছিল পুণের সেরাম ইনস্টিটিউট। এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথি খতিয়ে দেখার পর শুক্রবার কোভোভ্যাক্সকে জরুরি সময়ে ব্যবহারের জন্য স্বীকৃতি দিল WHO। এই ঘোষণার পরই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন সেরাম কর্তা আদর পুনাওয়ালা। লেখেন, “কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে আরও এক সাফল্য পেলাম আমরা। এবার জরুরি কালীন ব্যবহারের জন্য হু-এর ছাড়পত্র পেল কোভোভ্যাক্স। এটি নিরাপদ এবং কার্যকারিতা দেখেই এটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।”
বিশ্বজুড়ে এখনও দাপট দেখাচ্ছে করোনা। নয়া আতঙ্কের নাম এখন ওমিক্রন। হু বলছে, নয়া ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্তের একমাত্র হাতিয়ার এখন টিকাকরণ। আর তাতে জোর দিতেই বেশি সংখ্যক ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।
এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এযাবৎ সেরাজ্যে আক্রান্ত ৪০। এছাড়াও দিল্লি, রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, চণ্ডীগড়ে মিলেছে ওমিক্রন আক্রান্তের হদিশ।