shono
Advertisement

Breaking News

জিএসটি কমল ৮৮টি পণ্য সামগ্রীতে, জেনে নিন সস্তা হল কোন কোন জিনিস

এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যে কত জিএসটি কমল৷ The post জিএসটি কমল ৮৮টি পণ্য সামগ্রীতে, জেনে নিন সস্তা হল কোন কোন জিনিস appeared first on Sangbad Pratidin.
Posted: 01:42 PM Jul 22, 2018Updated: 02:12 PM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারই মহিলাদের জন্য দারুণ সুখবর দিয়েছে কেন্দ্র৷ দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে জিএসটির কোপ থেকে মুক্ত হয়েছে স্যানিটারি ন্যাপকিন৷ অর্থাৎ এক ঝটকায় অনেকটাই কমবে স্যানিটারি ন্যাপকিনের দাম৷ তবে শুধু একটি পণ্যেই নয়, আরও ৮৮টি পণ্যে জিএসটির হার কমল৷ ইলেকট্রনিক্স দ্রব্য থেকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত একগুচ্ছ জিনিসে জিএসটির হার কমায় নিঃসন্দেহে স্বস্তিতে সাধারণ মানুষ৷ এর আগে জানুয়ারি মাসে ২৯টি পণ্যের উপর করের হার কমিয়েছিল কাউন্সিল৷ তবে গত বছর নভেম্বরে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে৷ যখন ২০০টিরও বেশি সামগ্রীর উপর ২৮ শতাংশ থেকে কর কমিয়ে ১৮ এবং ১২ শতাংশের আওতায় নিয়ে আসা হয়৷ এবার এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যে কত জিএসটি কমল৷

Advertisement

[উলটো রথে পুরীতে প্রবল বৃষ্টি, জলমগ্ন রেললাইনের জেরে বাতিল একাধিক ট্রেন]

স্যানিটারি ন্যাপকিন এবং বৃদ্ধাশ্রমের পরিষেবার ক্ষেত্রে জিএসটি বাবদ কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না৷

২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ জিএসটি-র আওতায় এল যেসব পণ্য:

ফ্রিজ, ওয়াটার হিটার, ওয়াশিং মেশিন, টেলিভিশন (৬৮ সেমি পর্যন্ত), ভ্যাকিউম ক্লিনার্স, রঙ, চুল কাটার সামগ্রী, হেয়ার কার্লার, হেয়ার ড্রায়ার, পারফিউম, স্প্রে, মোবাইলের ব্যাটারি এবং ইলেকট্রনিক যান৷

১৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ জিএসটি-র আওতায় এল যেসব পণ্য:

হ্যান্ডব্যাগ, পার্স, গয়নার বাক্স, রঙের জন্য কাঠের ফ্রেম, ছবি, বিভিন্ন ধরনের আয়না, কেরোসিনের স্টোভ ইত্যাদি৷

[সভাপতি হিসাবে কার্যকরী কমিটির প্রথম বৈঠক, রাজনৈতিক মহলের নজরে রাহুল]

যে সব সামগ্রীর উপর ধার্য ৫ শতাংশ জিএসটি:

ইথানল, বায়োফুয়েল প্যালেট, হাতে তৈরি কার্পেট এবং অন্যান্য হাতে তৈরি সামগ্রী যা মেছে ঢাকতে ব্যবহৃত হয়৷ হাতে তৈরি বিভিন্ন ধরনের গয়না-সহ বেশ কিছু পণ্যের জন্য এখন পাঁচ শতাংশ জিএসটি কাটা হবে৷

আগামী ২৭ জুলাই থেকে এই নতুন মূল্য কার্যকর হবে৷ কাউন্সিল সূত্রে জানানো হয়েছে, দ্রব্যমূল্য কমানোর জন্য সরকারের কোষাগার থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে৷

The post জিএসটি কমল ৮৮টি পণ্য সামগ্রীতে, জেনে নিন সস্তা হল কোন কোন জিনিস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement