shono
Advertisement

Breaking News

এবার GST ধাঁধার সমাধানে হাজির মোবাইল অ্যাপ

কীভাবে ব্যবহার করবেন অ্যাপটি? The post এবার GST ধাঁধার সমাধানে হাজির মোবাইল অ্যাপ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:17 PM Jul 08, 2017Updated: 02:47 PM Jul 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ জুন মধ্যরাত থেকে দেশে চালু হয়ে গিয়েছে নতুন কর ব্যবস্থা৷ আনুষ্ঠানিকভাবে জিএসটির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ আর তারপর থেকে যাবতীয় পণ্য ও পরিষেবার দামে পরিবর্তন ঘটেছে৷ কিন্তু জিএসটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে৷ নয়া কর ব্যবস্থায় কী কী স্তর রয়েছে, কোন পণ্যে কত শতাংশ কর চাপছে, এসব বিষয়গুলি এখনও সকলের কাছে স্পষ্ট নয়৷ তাই মুশকিল আসান করতে আসরে নামল কেন্দ্রীয় শুল্ক ও রাজস্ব দপ্তর৷ এবার মোবাইল অ্যাপের মাধ্যমেই অনায়াসে জেনে নেওয়া যাবে, নয়া কর প্রথা সংক্রান্ত সমস্ত তথ্য৷

Advertisement

[রূপকথাকেও হার মানাবে বিশ্বের এই সর্বকনিষ্ঠ মহিলা পাইলটের কাহিনি]

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জিএসটি রেট ফাইন্ডার (GST Rate Finder) অ্যাপটি উদ্বোধন করেছেন৷ যে কোনও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি৷ শীঘ্রই iOS ফোনেও অ্যাপটি ব্যবহার করা যাবে৷ অ্যাপের মাধ্যমেই জেনে নিতে পারবেন কোন পণ্য বা কোন পরিষেবার জন্য আপনাকে কত শতাংশ কর দিতে হচ্ছে৷ অ্যাপলিকেশনে ক্লিক করে সার্চ অপশনে সেই পণ্য অথবা পরিষেবাটির নাম টাইপ করলেই বিস্তারিত তথ্য ভেসে উঠবে আপনার মোবাইল স্ক্রিনে৷ মজার বিষয় হল, অফলাইনেও কাজ করবে অ্যাপটি৷ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, আর অন্যের মুখে শুনে অথবা ইন্টারনেটের সাহায্যের আর প্রয়োজন হবে না৷ এবার সঠিক জিএসটির হার বলে দেবে এই অ্যাপই৷

[যৌনকর্মীর প্রেমে পড়লেন যুবক, তারপর কী হল জানেন?]

৩০ জুন মধ্যরাতেই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সকে ‘গুড অ্যান্ড সিম্পল’ ট্যাক্স বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ভ্যাট, সার্ভিস ট্যাক্স, সেসের মতো দেশের একগুচ্ছ কর থেকে এবার রেহাই পাবেন আম আমদি৷ ‘এক দেশ এক কর’ ব্যবস্থায় লাভবান হবেন ক্রেতা-বিক্রেতা, সকলেই৷ জিএসটি চালু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র-সহ মোট ২২টি রাজ্য থেকে তুলে দেওয়া হয়েছে চেকপোস্ট৷ এই কর ব্যবস্থায় প্রতিটি রাজ্যেরই আয় বাড়তে চলেছে বলে দাবি সরকারের৷ যদিও জিএসটির বিরোধিতায় সরব হয়েছিলেন কংগ্রেস, সিপিএম ও তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা৷

The post এবার GST ধাঁধার সমাধানে হাজির মোবাইল অ্যাপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement