সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যাপ্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস পেল গোধরা কাণ্ডের ২৮ অভিযুক্ত। দীর্ঘদিন ধরে ওই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছিল গুজরাটের গান্ধীনগর কোর্টে। তাঁদের বিরুদ্ধে দাঙ্গা বাধানো ও সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছিল। ৩১ জানুয়ারি শেষ হয় মামলার শুনানি। বিচারপতি বিডি প্যাটেল প্রমাণের অভাবে অভিযুক্তদের নির্দোষ সাব্যস্ত করেন।
গুজবে ছড়াচ্ছে সাম্প্রদায়িক অশান্তি, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশনে সবরমতি এক্সপ্রেসে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৫৮ জন করসেবক। তার জেরে সমস্ত গুজরাটে ছড়িয়ে পরে হিংসা। ঠিক তার পরের দিন গান্ধীনগরের পালিয়াদ গ্রামে জ্বলে ওঠে সাম্প্রদায়িক হিংসার আগুন। আক্রান্ত হয় বহু সংখ্যালঘু পরিবার। অভিযোগ ছিল যে, ওই দিনের ঘটনাটি পরিকল্পিত ভাবে ঘটিয়েছিল অভিযুক্তরা। কিন্তু প্রমাণের অভাবে আদালত তাদের নির্দোষ বলেই ঘোষণা করল।
ভোট প্রচারের সময় আইএস জঙ্গিদের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী
উত্তর কোরিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে, কিমকে হুঁশিয়ারি আমেরিকার
The post গোধরা কাণ্ডে বেকসুর খালাস ২৮ অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.