shono
Advertisement

Breaking News

কোমর জলে নেমে দুই শিশুকে উদ্ধার, কাঁধ বাড়িয়ে বন্যাবিধ্বস্ত গুজরাটে ত্রাতা কনস্টেবল

পৃথ্বীরাজ জাদেজার উদ্ধারের ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল৷ The post কোমর জলে নেমে দুই শিশুকে উদ্ধার, কাঁধ বাড়িয়ে বন্যাবিধ্বস্ত গুজরাটে ত্রাতা কনস্টেবল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Aug 11, 2019Updated: 05:32 PM Aug 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল থইথই গুজরাটে প্রকৃতির রোষ যেমন প্রতিদিন আছড়ে পড়ছে, তেমনই মানবিকতার নিদর্শনও উঠে আসছে৷ আশ্রয়হীন মানুষজনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে হিরো হয়ে উঠছেন গুজরাটের পুলিশকর্মীরা৷

Advertisement

[আরও পড়ুন: ত্রাণসামগ্রীর প্যাকেটেও সাঁটানো মুখ্যমন্ত্রীর ছবি! বন্যার মধ্যেও ‘ভোটপ্রচার’ বিজেপির]

এর আগে বন্যাবিধ্বস্ত গুজরাটে সদ্যোজাত শিশুকে মাথায় নিয়ে গলা ডোবা জল ঠেলে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিলেন এক কনস্টেবল৷ পুলিশের তরফে প্রতি মুহূর্তে জলমগ্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে৷ পুলিশ আধিকারিক গোবিন্দ চাভদা খবর পান, গুজরাটের দেবীপুরার অবস্থা অত্যন্ত সঙ্গীন৷ একাধিক বাড়ি জলমগ্ন৷ ওই এলাকায় গিয়ে তাঁরা জানতে পারেন, একটি বাড়িতে বছর দেড়েকের মেয়েকে নিয়ে জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন এক গৃহবধূ৷ একথা শুনে এক মুহূর্তও সময় নষ্ট করেননি সাব ইনস্পেক্টর গোবিন্দ চাভদা৷ বুদ্ধি করে মহিলার কাছ থেকে একটি প্লাস্টিকের গামলা নিয়ে একরত্তিকে চাপিয়ে গলা ডোবা জলে প্রায় দেড় কিলোমিটার রাস্তা হাঁটেন ওই পুলিশকর্মী৷ দুর্গতদের কাছে ইন্সপেক্টর গোবিন্দ চাভদা হয়ে উঠেছিলেন ‘সুপার হিরো’৷

[আরও পড়ুন: বিফ-পর্ক পৌঁছে দিতে ‘না’, ধর্মীয় বিতর্ক উসকে আন্দোলনে জোম্যাটোর সরবরাহকারীরা]

এমনই আরও এক ‘সুপার হিরো’ কনস্টেবল পৃথ্বীরাজ জাদেজা৷ মরবি জেলার কল্যাণপুর গ্রাম জলের তলায়৷ ছেলেমেয়েদের নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছনোও এক সংগ্রাম৷ এই পরিস্থিতিতেই যেন ত্রাতা হয়ে এলেন পৃথ্বীরাজ৷ অসম সাহসে ভর করে তিনি দুই শিশুকে তুলে নিয়ে দুই কাঁধে চাপিয়ে নিলেন৷ শক্ত হাতে তাদের ধরে ভাঙতে থাকলেন প্রায় কোমর সমান জল৷ পেরিয়ে গেলেন দেড় কিলোমিটার রাস্তা৷ ত্রাণ শিবিরে পৌঁছে তবে দু’জনকে কাঁধ থেকে নামান৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ রাতারাতিই পৃথ্বীরাজ হয়ে ওঠেন ত্রাতা৷ সকলেই বলছেন, গোবিন্দ চাভদা কিংবা পৃথ্বীরাজ জাদেজার মতো পুলিশকর্মীরাই এই বিপদের মুহূর্তে সাধারণ মানুষের কাছে ভগবানের রূপ হয়ে ধরা দিয়েছেন৷ আর পৃথ্বীরাজ বলছেন, রাজ্যবাসীর নিরাপত্তার ভার যে তারই ‘কাঁধে’৷ 

The post কোমর জলে নেমে দুই শিশুকে উদ্ধার, কাঁধ বাড়িয়ে বন্যাবিধ্বস্ত গুজরাটে ত্রাতা কনস্টেবল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement