shono
Advertisement

Breaking News

Afghanistan

আফগানিস্তানে ভারতীয় উপদূতাবাস কর্মীদের গাড়িতে জঙ্গি হামলা, নিহত ৩

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে জালালাবাদের উপদূতাবাসের একটি গাড়িতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। গুরুতর আহত হয়েছেন এক জন।
Published By: Kishore GhoshPosted: 09:30 PM Dec 24, 2024Updated: 09:51 PM Dec 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবান শাসিত আফগানিস্তানে ভারতীয় উপদূতাবাস কর্মীদের গাড়িতে হামলা। আক্রান্ত কূটনৈতিক কর্মীরা। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে জালালাবাদের উপদূতাবাসের একটি গাড়িতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। হামলায় ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত এক জন।

Advertisement

বিদেশ মন্ত্রকের সূত্রের জানা গিয়েছে, কনস্যুলেটের কর্মীদের গাড়িতে জঙ্গি হামলায় কোনও ভারতীয় নাগরিক হতাহত হননি। আক্রান্ত গাড়িটিতে ছিলেন জালালাবাদ কনস্যুলেটের আফগান কর্মীরা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এই হামলার নেপথ্যে আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ রয়েছে।

জালালাবাদের ভারতীয় উপদূতাবাসটি ২০২০ সাল থেকেই নিষ্ক্রীয়। তালিবান ক্ষমতায় আসার পর নিরাপত্তার খাতিরেই সেটিকে বন্ধ করা দেওয়া হয়। যদিও স্থানীয় কর্মীরা সীমিত কাজকর্ম চালাত। উল্লেখ্য, চলতি মাসেই আইএসকের হামলায় তালিবান সরকারের মন্ত্রী খলিল-উর-রেহমান হক্কানি নিহত হয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কনস্যুলেটের কর্মীদের গাড়িতে জঙ্গি হামলায় কোনও ভারতীয় নাগরিক হতাহত হননি।
  • চলতি মাসেই আইএসকের হামলায় তালিবান সরকারের মন্ত্রী খলিল-উর-রেহমান হক্কানি নিহত হয়েছিলেন।
Advertisement