shono
Advertisement

Breaking News

মৃত্যু হল পাক স্নাইপারের গুলিতে জখম জওয়ানের

মৃত্যু হল আহত বিএসএফ কনস্টেবল গুরনাম সিংয়ের৷ The post মৃত্যু হল পাক স্নাইপারের গুলিতে জখম জওয়ানের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:07 AM Oct 23, 2016Updated: 07:10 PM Jan 14, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু হল আহত বিএসএফ কনস্টেবল গুরনাম সিংয়ের৷ জম্মু-কাশ্মীরের হীরানগর সেক্টরে পাক বাহিনীর হামলায় গুরুতর আহত হন তিনি৷ শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুরনাম৷

Advertisement

পাক স্নাইপারের গুলিতে মারাত্মক জখম হয়েছিলেন এই বিএসএফ জওয়ান৷ মাথায় গুলি লাগে তাঁর৷  তাঁকে জম্মুরই এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ যদিও তাঁর বোন গুরজিত কৌরের দাবি ছিল, দেশের মন্ত্রীদের যেরকম চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়, তা প্রযোজ্য হোক জওয়ানদের ক্ষেত্রেও৷ গুরনামের পরিবার চেয়েছিল, এইমস-এ স্থানান্তরিত করে তাঁর চিকিৎসা করাতে৷ চিকিৎসকরাও সে বিষয়ে একমতও হয়েছিলেন৷ তবে শেষমেশ তা আর সম্ভব হল না, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুরনাম৷

ছেলের মৃত্যুতে তাঁরা যে এতটুকু দুঃখিত নয়, তাই জানালেন শহিদের বাবা কুলবীর সিং৷ তিনি জানাচ্ছেন, “আমার ছেলে ছিল বীর৷ ছেলে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, এর থেকে খুশির আর কী হতে পারে? কেউ এ জন্য দুঃখিত নয়, আমরা সকলেই খুশি৷” তবে মোদি সরকারের কাছে তাঁর আবেদন, যুদ্ধেই যেন পাকিস্তানকে এর জবাব দেয় ভারত৷

The post মৃত্যু হল পাক স্নাইপারের গুলিতে জখম জওয়ানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement