shono
Advertisement

হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশাধিকার দিল আদালত

আদালতের নির্দেশ মানতে নারাজ দরগা কর্তৃপক্ষ... The post হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশাধিকার দিল আদালত appeared first on Sangbad Pratidin.
Posted: 08:02 PM Aug 26, 2016Updated: 02:32 PM Aug 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজি আলি দরগার অন্দরে মহিলাদের প্রবেশাধিকার দিল বম্বে হাই কোর্ট। শুক্রবার বম্বে হাই কোর্ট নির্দেশ দিয়েছে, ভারতীয় সংবিধান অনুযায়ী দরগায় মহিলাদের ঢোকার অধিকার রয়েছে৷

Advertisement

২০১২ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে এক সময় হাজি আলি দরগা ট্রাস্ট দরগার মাজারে মহিলাদের প্রবেশাধিকার রদ করে৷ দরগা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সদস্যরা আদালতে যান। তাঁদের পাশে দাঁড়ায় মহারাষ্ট্র সরকার। আজ আদালত জানিয়ে দিল, মহিলাদের প্রবেশ করতে না দিলে দরগা কর্তৃপক্ষ ভারতীয় সংবিধানের ১৪, ১৫ ও ২১ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করবে৷ পুরুষদের মতই মহিলাদেরও ওই দরগার গর্ভগৃহে ঢুকতে দিতে হবে। পাশাপাশি আদালত এদিন দরগায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতেও ট্রাস্টকে নির্দেশ দিয়েছে৷ 

যদিও আদালতের এই নির্দেশ মানতে রাজি নয় দরগা কর্তৃপক্ষ৷ অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদ-উল মুসলিমিন নেতা হাজি রফত মন্তব্য করেছেন, “হাই কোর্টের উচিত হয়নি এই ব্যাপারে হস্তক্ষেপ করার৷” তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷

The post হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশাধিকার দিল আদালত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement