shono
Advertisement

হ্যান্ড স্যানিটাইজারে মারাত্মক ক্ষতি হতে পারে বাচ্চাদের!

এর একটি বিপজ্জনক দিকও আছে৷ সম্প্রতি এক সমীক্ষায় উঠে এল সেই তথ্য৷ The post হ্যান্ড স্যানিটাইজারে মারাত্মক ক্ষতি হতে পারে বাচ্চাদের! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:09 PM Mar 05, 2017Updated: 03:39 PM Mar 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচ্ছন্নতা বজায় রাখতে বাচ্চাকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে শেখান মা-বাবারা৷ তাতে জীবাণুর সংক্রমণ থেকে মুক্তি মেলে৷ কিন্তু এর একটি বিপজ্জনক দিকও আছে৷ সম্প্রতি এক সমীক্ষায় উঠে এল সেই তথ্য৷

Advertisement

মানুষের ছায়া ভেসে বেড়াল আকাশে, আতঙ্কিত জনতা

মার্কিন মুলুকের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিজ্ঞানীরা সম্প্রতি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের এই কুফল সম্পর্কে সতর্ক করেছেন৷ দেখা যাচ্ছে, ব্যবহৃত স্যানিটাইজারে অ্যালকোহল ও বিভিন্ন সুগন্ধী ব্যবহার করা হয়৷ যা কোনওভাবে বাচ্চারা খেয়ে ফেললে মারাত্মক অসুখের মুখে পড়তে পারে তারা৷ এ শুধু সম্ভাবনাই নয়৷ এ ধরনের বেশ কিছু ঘটনার রিপোর্ট জমা পড়ার পরই পুরো বিষয়টি খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা৷ স্যানিটাইজারের বিষক্রিয়ায় বাচ্চাদের অসুস্থতা সংক্রান্ত পরিসংখ্যান দেখেই এমন সিদ্ধান্ত তাঁদের৷

গোপনে দ্বিতীয় বিয়ে, আসরেই বরকে ধোলাই প্রথমা স্ত্রীর

হ্যান্ড সানিটাইজার অ্যালকোহলিক ও নন অ্যালকোহলিক দুরকমই হতে পারে৷ কিন্তু দুটো থেকেই ক্ষতির সম্ভাবনা আছে৷ বিজ্ঞানীদের কাছে এই সংক্রান্ত যে তথ্য জমা পড়েছে, তা সেদিকেই ইঙ্গিত করছে৷ দেখা যাচ্ছে জ্বর হলে বা স্কুল চলাকালীন স্যানিটাইজার ব্যবহার করার প্রবণতা বাড়ে৷ সেই সময়ই বেশি সংখ্যক বাচ্চার মধ্যে এর খারাপ প্রভাব দেখা যায়৷ মূলত ৬-১২ বছরের বাচ্চারাই এর ভুক্তভোগী৷ পেটব্যাথা, বমির মতো সমস্যার এর ফলে ভুগতে থাকে বাচ্চারা৷ পরে যা আরও মারাত্মক শারীরিক সমস্যা ডেকে আনতে পারে৷

বিজ্ঞানীদের পরামর্শ, এই প্রভাব এড়াতে সাবান ও জল দিয়ে হাত ধোওয়াই বাঞ্চনীয়৷

‘কোনটা দেশদ্রোহী কাজ, তার বিচার কে করবে?’

The post হ্যান্ড স্যানিটাইজারে মারাত্মক ক্ষতি হতে পারে বাচ্চাদের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement