সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে একেবারেই ভালো ফর্মে ছিলেন না হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। ব্যাটে-বলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন মুম্বই অধিনায়ক। বারবার ধিক্কার উড়ে এসেছিল তাঁর জন্য। কিন্তু দেশের জার্সি গায়ে দিতেই আবার পুরনো ছন্দে ফিরেছেন হার্দিক। তাতেও তাঁর পিছু ছাড়ছে না মুম্বই নিয়ে প্রশ্ন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে ভারত (India Cricket Team)। প্রথমে ব্যাট করে মাত্র ৯৬ রানে বন্দি হয়ে যায় তারা। শুরুতে আক্রমণ করেন অর্শদীপ সিং। মাঝের দিকে আয়ারল্যান্ড ব্যাটিংকে ধসিয়ে দেন হার্দিক। ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন হার্দিক। এর আগে প্রস্তুতি ম্যাচেও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) শুরু হতেই শুরু হল হার্দিকের দাপট।
[আরও পড়ুন: টপকে গেলেন ধোনিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই একগুচ্ছ রেকর্ড রোহিতের]
কিন্তু তার পর মজার ছলে তাঁকে প্রশ্ন করা হয় মুম্বই নিয়ে। সম্প্রচারকারী চ্যানেল থেকে তাঁকে জিজ্ঞেস করা হয়, "নিউ ইয়র্ককেও মুম্বইয়ের মতোই লাগছে না? মজা পাচ্ছ তো?" যদিও সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি ভারতের সহ-অধিনায়ক। অত্যন্ত পেশাদারভাবে সম্পূর্ণ বিষয়টি ঘুরিয়ে দেন। তিনি বলেন, "হ্যাঁ, খুবই ভালো লাগছে। এত সংখ্যক দর্শক এসে সমর্থন করতে দেখলে দারুণ লাগে। আসলে আমরা ভারতীয়রা সব জায়গায় আছি। আমরা তো সারা দুনিয়া শাসন করি। ফলে তাঁদের সমর্থন পেয়ে ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ জানাই।"
মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতা থেকে টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন। কেমন লাগছে হার্দিকের? তিনি জানান, "দেশের হয়ে খেলা সবসময়ই আলাদা অনুভূতি। একটা গর্ববোধ কাজ করে। বিশ্বকাপে নিজের অবদান রাখার জন্য মুখিয়ে আছি। ঈশ্বর করুণাময়।" শেষ পর্যন্ত আট উইকেটে ম্যাচ জেতে ভারত। রোহিতের ৫২ রানের ইনিংসের পর ৩৬ রান করেন ঋষভ পন্থ।