shono
Advertisement

Breaking News

ওষুধ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল WHO, সেই সংস্থা বন্ধের নির্দেশ হরিয়ানা সরকারের

ভারতীয় ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে ৬৬ শিশুর, জানিয়েছিল হু।
Posted: 02:52 PM Oct 12, 2022Updated: 03:41 PM Oct 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে তৈরি কাশির ওষুধ খেয়ে গাম্বিয়ায় ৬৬জন শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। বুধবার হরিয়ানা সরকারের (Haryana) তরফ থেকে জানানো হয়েছে, আপাতত ওষুধ তৈরি করতে পারবে না ওই কোম্পানি। সেই সঙ্গে মেডেন ফার্মাসিউটিক্যাল (Maiden Pharmaceutical) নামে ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে শোকজ নোটিস পাঠিয়েছে হরিয়ানা সরকার। সেরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, মেডেন ফার্মাসিউটিক্যালের ওষুধের স্যাম্পল পরীক্ষা করতে পাঠানো হয়েছে। তারপরেই ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

বুধবার হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বলেছেন, “কেন্দ্র ও রাজ্য-দুই তরফেই মেডেন ফার্মাসিউটিক্যালের ওষুধ বানানোর প্রক্রিয়া খতিয়ে দেখা হয়েছে। আধিকারিকদের মতে, ওষুধ বানানোর ক্ষেত্রে মোট ১২ রকমের ভুল পাওয়া গিয়েছে। তাঁদের পর্যবেক্ষণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত বন্ধ রাখা হবে ওষুধ কোম্পানির সমস্ত কার্যকলাপ। ইতিমধ্যেই কোম্পানিকে এই মর্মে নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: কাশ্মীরে খোলা বাজারে বিয়ার বিক্রির অনুমতি, হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে সরব বিজেপি]

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে এই অভিযোগ পাওয়ার পরেই উদ্যোগী হয়েছিল হরিয়ানা সরকার। অনিল ভিজ বলেছিলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে রাজ্য সরকারের তরফে। সেই প্রসঙ্গেই বুধবার হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “হু-এর অভিযোগে হরিয়ানার যে ওষুধ সংস্থার নাম উঠে এসেছিল, তাদের তিনটি ওষুধের স্যাম্পল পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। এখনও সেই রিপোর্ট হাতে পাইনি আমরা। রিপোর্ট আসার পরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

গত সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছিল, ভারতে তৈরি কাশির ওষুধ খেয়ে গাম্বিয়াতে মোট ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মেডেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে তদন্তও শুরু করে হু। এহেন অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে ভারত সরকার। সূত্র মারফত জানা যায়, ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। তবে ওই কোম্পানির বিরুদ্ধে তদন্তের প্রসঙ্গে কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র ঘোষণা করা হয়, মেডেন ফার্মাসিউটিক্যালের ওষুধ ভারতে বিক্রি করা হয় না। ফলে বিষাক্ত ওষুধ ভারতের বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা একেবারেই নেই।

[আরও পড়ুন: লক্ষ্মীলাভ রেলের, টিকিট বিক্রি থেকে একলাফে আয় বাড়ল ৯২ শতাংশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement