সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের উপর সংকট আসতেই পুরনো বন্ধুর ঘরে হানা বিজেপির। হরিয়ানায় ভাঙল দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টির ঘর। জেজেপির ৩ বিধায়ক সমর্থন ঘোষণা করলেন বিজেপিকে। যার ফলে নয়াব সিং সাইনি সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপাতত কোনও চিন্তা রইল না। তাছাড়া নিয়ম অনুযায়ীও হরিয়ানার বিজেপি সরকারকে এখনই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে না।
মঙ্গলবার অর্থাৎ তৃতীয় দফার ভোটের দিন আচমকা হরিয়ানায় নাটকীয় পটপরিবর্তন হয়। শিবির বদল করেন নির্দল বিধায়ক সোম্বির সাংওয়ান, রনধীর গোল্লেন এবং ধরমপাল গোন্ডের। হরিয়ানার (Haryana) প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং প্রদেশ কংগ্রস প্রধান উদয় ভানের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসকে (Congress) সমর্থনের কথা ঘোষণা করেন তিন বিধায়ক।
[আরও পড়ুন: গাড়ি নেই, বাড়িও নেই! কত সম্পত্তির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়]
এর পর বিজেপির প্রাক্তন জোটসঙ্গী জেজেপিও সুর চড়ায়। হারও কংগ্রেসের পাশে দাঁড়িয়ে দাবি করেন, নায়াব সিং সাইনির সরকার সংখ্যালঘু। যদিও মার্চেই নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। সেসময় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণও দিয়েছেন। নিয়ম অনুযায়ী, আগামী ৬ মাস সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে না মুখ্যমন্ত্রী সাইনিকে। তাছাড়া বছরের শেষেই হরিয়ানায় নির্বাচন। ওই ৬ মাসের মেয়াদ শেষ হতেই ভোট ঘোষণা হয়ে যাবে। তাই সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে তাতেও হাত গুঁটিয়ে বসে নেই বিজেপি। পুরনো সঙ্গী জেজেপির ঘর ভাঙছে গেরুয়া শিবির।
[আরও পড়ুন: জেল থেকে বেরিয়েই হাতে মুঙ্গেরি পিস্তল, অপারেশনের আগে ফের গ্রেপ্তার ‘খরগোশ’]
জেজেপির তিন বিধায়ক দেবেন্দ্র সিংহ বাবলি, যোগীরাম শিহগ এবং রামনিবাস সুরজখেড়া শুক্রবার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন। ৯০ আসনের হরিয়ানা বিধানসভার ম্যাজিক ফিগার ৪৫। এর মধ্যে বিজেপির হাতে রয়েছে ৪০ জন বিধায়ক। আরও দুজন বিধায়কের সমর্থন রয়েছে বিজেপির সঙ্গে। জেজেপির এই ৩ বিধায়কের সমর্থন পেলে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে গেরুয়া শিবির। যদিও কংগ্রেস দাবি করছে, অবিলম্বে সাইনি সরকার ভেঙে দিয়ে রাজ্যে নতুন করে ভোট করানো হোক।