shono
Advertisement
Bangladesh

হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া গভীর ষড়যন্ত্র! মেনে নিয়ে 'মাস্টার মাইন্ডের' নাম বললেন ইউনুস

ব্যাপক গণ আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 01:17 PM Sep 26, 2024Updated: 01:44 PM Sep 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাধারণ নির্বাচন। বিপুল ভোটে জয়লাভ করেন শেখ হাসিনা। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে আওয়ামি লিগ। কিন্তু ছয়মাসের মধ্যেই ছন্দপতন। শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। যা কার্যত রূপ নেয় 'হাসিনা হঠাও' অভিযানে। গণঅভ্যুত্থানের জেরে গদি হারান হাসিনা। এর পরই প্রশ্ন ওঠে মুজিবকন্যার ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে বড় কোনও ষড়যন্ত্র ছিল? কারও অঙ্গুলিহেলনেই কি বড় আকার নেয় ছাত্র আন্দোলন? এবার নিউ ইয়র্কে দাঁড়িয়ে হাসিনার গদি হারানোর পিছনে ষড়যন্ত্রের কথা মেনে নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। এমনকী অন্যতম ষড়যন্ত্রকারীর নামও প্রকাশ্যে বললেন তিনি। 

Advertisement

হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশে ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার দাবি মেনে এই সরকারের প্রধান করা হয়েছে ইউনুসকে। দিন তিনেক আগে রাষ্ট্রসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। অধিবেশনের পাশাপাশি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উদ্যোগে অনুষ্ঠিত ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানেও যোগ দেন ইউনুস। বিশ্বমঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা তিন জনের সঙ্গে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ইউনুস কথা বলেন হাসিনা সরকারের পতন নিয়ে। ষড়যন্ত্রের কথা মেনে নিয়ে তিনি বলেন, "শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া কোনও আকস্মিক ঘটনা নয়। এর পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এই প্রতিবাদের পিছনে কে ছিল সেটা কেউ বলতে পারবে না।" এর পরই ইউনুস মেহফুজ আবদুল্লা নামে একজনের কথা উল্লেখ করেন এবং বুঝিয়ে দেন যে, এই ব্যক্তিই হাসিনার গদিচ্যুত হওয়ার ষড়যন্ত্রে জড়িত। যদিও  মেহফুজ আবদুল্লার সম্পর্কে এর থেকে বেশি কিছু আর বলেননি নোবেলজয়ী অর্থনীতিবিদ।

ইউনুসের এই বক্তব্যের পরই জোর জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। প্রশ্ন উঠছে, কে এই মেহফুজ আবদুল্লা? কার নির্দেশে ছক কষা হয়েছিল হাসিনার বিরুদ্ধে? বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দেড় মাস পেরিয়ে গিয়েছে। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে। এবার আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ষড়যন্ত্রের কথা তুলে ধরলেন ইউনুস। সেই আমেরিকা যার বিরুদ্ধে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। বহুবার তিনি অভিযোগ জানিয়েছিলেন যে, তাঁকে গদিচ্যুত করতে চায় আমেরিকা। চলতি বছরের ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময় গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে ঢাকাকে তোপ দেগেছিল ওয়াশিংটন। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপে সেনাঘাঁটি তৈরির আবেদন জানিয়েছিল মার্কিন প্রশাসন। যা ফিরিয়ে দেন হাসিনা। তার পর থেকেই দুদেশের সম্পর্কের ফাটল চওড়া হয়। হাসিনার প্রস্থানের পর এখন ইউনুস সরকারের সঙ্গে বন্ধুত্ব মজবুত করতে চায় আমেরিকা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গণঅভ্যুত্থানের জেরে গদি হারান হাসিনা। এর পরই প্রশ্ন ওঠে মুজিবকন্যার ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে বড় কোনও ষড়যন্ত্র ছিল?
  • এবার নিউ ইয়র্কে দাঁড়িয়ে হাসিনার গদি হারানোর পিছনে ষড়যন্ত্রের কথা মেনে নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস।
  • হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশে ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার দাবি মেনে এই সরকারের প্রধান করা হয়েছে ইউনুসকে।
Advertisement