shono
Advertisement

গোয়ার এই অভিশপ্ত বাড়িতে মানুষের টেকা দায়!

নাদিয়ার মা বলেন তাঁর মনে হচ্ছিল কেউ যেন তাঁর গলা টিপে ধরেছিল৷ তাই তাঁর দম আটকে আসছিল৷ The post গোয়ার এই অভিশপ্ত বাড়িতে মানুষের টেকা দায়! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:09 PM Jun 15, 2016Updated: 05:41 PM Jun 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ায় বেড়াতে যাওয়ার ইচ্ছে নেই এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল৷ কিন্তু গোয়া যে অশরীরীদের ডেরা সে কথা কয়জনই বা জানেন? ইতিহাসের পর্তুগিজ অধ্যুষিত গোয়ায় আজও অনেক পুরনো প্রাসাদ, গির্জা ও বাড়ির সমাবেশ৷ প্রায় চতুর্দিকেই রয়েছে পুরনো দিনের গন্ধ যা মানুষকে ইতিহাসের কাছে নিয়ে যায়৷ কিন্তু শুধুই কি ইতিহাস? এই ইতিহাসেই লুকিয়ে রয়েছে কত নৃশংসতার কাহিনী যা হয়তো সকলেরই অজানা৷
আমার আপনার মতো সাধারণ মানুষ সেসব হিংস্রতার কাহিনী জানেন না৷ আমাদের নজরে যা আসে তা হল অতৃপ্ত আত্মার উপস্থিতি৷ অশরীরীর ভীতিই সমস্ত কিছুকে অতিক্রম করে আমাদের জীবন বিপন্ন করে তোলে৷
এমনই ঘটনা ঘটেছিল গোয়ার একটি পরিবারের সঙ্গে৷ নাদিয়ার পরিবার গোয়ায় একটি পুরনো বাড়ি কেনে৷ পুরনো বাড়ি কেনার একটি কারণ ছিল নাদিয়ার বাবার৷ তাঁদের পরিবারে সদস্য সংখ্যা ছিল বেশি৷ তাই পুরনো কিন্তু বড় বাড়ি কেনার প্রয়োজন দেখা দিয়েছিল৷
পুরনো সেই বাড়িতে নাদিয়া এবং তাঁর পরিবার প্রথম কয়েকদিন বেশ আনন্দেই ছিল৷ কিন্তু সুখ তো বেশিদিন সওয়ার ছিল না! তাই বিপদ ঘনিয়ে এল সকলের অজান্তে৷ একদিন রাতে ঘুমনোর সময় হঠাৎই নাদিয়া তাঁর মা’কে কাতরভাবে গোঙাতে শোনেন৷ তাঁর মা’র অবস্থা দেখে মনে হচ্ছিল যেন তাঁর দম আটকে আসছে কোনওভাবে৷ অনেক কষ্টে নাদিয়ার মা বলেন ‘হে আল্লা’! ব্যস! তারপরই সব ঠিক৷ নাদিয়ার মা বলেন তাঁর মনে হচ্ছিল কেউ যেন তাঁর গলা টিপে ধরেছিল৷ তাই তাঁর দম আটকে আসছিল৷
এই ঘটনাটিকে বাড়ির কেউ বিশেষ পাত্তা দেননি এবং তাই পরদিন সকালে তাঁর বাড়ির লোকজন রোজকার মতোই অফিস চলে যান৷ কিন্তু নাদিয়া বুঝেছিলেন বাড়িতেই রয়েছে কোনও গোলমাল৷ পাশাপাশি, নাদিয়ার মা’ও বেশ ভয়ে ভয়ে ছিলেন গোটা ঘটনাটি ঘটার পর থেকেই৷ এরপর হঠাৎই আরও একটি অলৌকিক ঘটনা ঘটে খোদ নাদিয়ার সঙ্গে৷ ঘর থেকে বাইরে যাওয়ার সময় হঠাৎ এক অদৃশ্য শক্তি নাদিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়! নাদিয়ার এমন মনে হতে শুরু করে, কেউ যেন তাঁকে পিছন থেকে টেনে ধরছে৷ ঘটনাটি ঘটে নাদিয়া ভয় পেয়ে চিৎকার করে ওঠেন৷ চিৎকার শুনে তাঁর মা ছুটে এলেই নাদিয়া সেই যন্ত্রণা থেকে মুক্তি পান৷
শুধু নাদিয়া বা তাঁর মা’ই নন, বেঙ্গালুরু থেকে ঘুরতে আসা নাদিয়ার ছোটবোনও অশরীরীর খপ্পরে পড়েছিলেন৷ এরপর সমস্যার কোনওরকম সমস্যা খুঁজে না পেয়ে নাদিয়া ও তাঁর পরিবার ওই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হন৷ ভয়ে আর কোনওদিন তাঁরা ওই বাড়িমুখো হননি!

Advertisement

The post গোয়ার এই অভিশপ্ত বাড়িতে মানুষের টেকা দায়! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement