অভিরূপ দাস: বিকিকিনি হবে। থাকবে শহরের সংস্কৃতির একঝলক। ব্যাংককের ধাঁচে কলকাতায় নাইট মার্কেট। ফি-বছর হাজার হাজার পর্যটক ব্যাংকক যান নৈশ বাজার দেখতে। পনেরো হাজারের উপর স্টল রয়েছে ব্যাংককের নৈশ বাজারে। সেদেশের পর্যটন দপ্তর সূত্রে খবর, ফি-সপ্তাহান্তে সারা পৃথিবীর দুলক্ষ মানুষ আসেন রাতের ব্যাংকক দেখতে। এবার কি কলকাতাতেও তেমনই মার্কেট!
বুধবার টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে নাইট মার্কেটের প্রস্তাব পেশ করে হকার সংগ্রাম কমিটি। কী রয়েছে প্রস্তাবে? বিদেশে তো বটেই, ২০১৪ সালের হকার আইনের পর দেশের একাধিক রাজ্যে নাইট মার্কেট চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ জানিয়েছেন, কলকাতার দ্রষ্টব্য দেখতে আসেন দেশ-বিদেশের অসংখ্য মানুষ। নিউ মার্কেট তাঁদের কাছে একটি আকর্ষণীয় স্থান। এই শহরের নিউ মার্কেটে নৈশ বাজার চালু করা হোক। বিকিকিনির সঙ্গে সেখানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
[আরও পড়ুন: শ্বশুরের কামাই লুটে নিল জামাই! শাশুড়ির গয়না হাতিয়ে শ্রীঘরে নামী মিষ্টি সংস্থার মালিকের ছেলে]
হকার সংগ্রাম কমিটির প্রস্তাব, নিউ মার্কেটে নাইট মার্কেট চালু করার সমস্ত উপাদানই রয়েছে। এর জন্য কিছু রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। হকার সংগ্রাম কমিটির প্রস্তাব, সন্ধে ছটা থেকে ভোর চারটে পর্যন্ত চালু থাকবে এই মার্কেট। মানুষজন সেখানে মাঝরাতেও আসবেন। কেনাকাটা করবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন।
সূত্রের খবর, এদিন টাউন ভেন্ডিং কমিটির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এই প্রস্তাব। পুরসভার তরফে মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে একটা প্রস্তাব এসেছে। এটা নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন। মেয়র পারিষদ বৈঠকে সকলের মতামত নেওয়া হবে। যদি মেয়র পারিষদ বৈঠকে সবুজ সংকেত মেলে তবে উচ্চতর প্রশাসনকে জানানো হবে। অনুমতি লাগবে পুলিশেরও।
পুরসভা সূত্রে খবর, এদিন টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে হাজির ছিলেন লালবাজারের ট্র্যাফিক কন্ট্রোলের প্রতিনিধিও। পুলিশের তরফে জানানো হয়েছে, ভোর চারটের মধ্যে নাইট মার্কেট উঠে যাবে তা নিশ্চিত করতে হবে হকারদের। ফি-দিন কলকাতা নিউ মার্কেটের আশপাশের এলাকায় বিপুল জনসমাগম হয়। এমনি দিনেই এখানে গাড়ির যানজট লেগে যায়। নাইট মার্কেট চালু হলে সে যানজট আরও বাড়তে পারে। তা কাটাতেও বিশেষ প্রস্তাব রেখেছে হকার সংগ্রাম কমিটি। নাইট মার্কেট চালু হলে বিকেল পাঁচটার পর লিন্ডসে স্ট্রিট, হগ স্ট্রিটে যানবাহন চলাচল বন্ধ করতে হবে। পাঁচটার পর গাড়ির প্রবেশ বন্ধ থাকবে বারট্রাম স্ট্রিট হুমায়ুন প্লেসেও।