গোবিন্দ রায়: এসএসসি (SSC), এসএলএসটি (SLST), প্রাইমারির (Primary Teachers) পর মাদ্রাসায় শিক্ষক (Madrasa Teachers) নিয়োগেও দুর্নীতির অভিযোগ। আর সেই মামলায় মাদ্রাসা সার্ভিস কমিশনকে মোটা অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। পাশাপাশি ১৫ দিনের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের নাম অগ্রাধিকারের ভিত্তিতে সুপারিশ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি চলাকালীন কমিশনকে ভর্ৎসনাও করেন বিচারপতি।
মাদ্রাসা কমিশনের বিরুদ্ধে অভিযোগ, যোগ্য প্রার্থীদের বাতিল করে কম মেধার প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। আর এই নিয়োগ হয়েছে মাদ্রাসা কমিশনের সুপারিশেই। যা দেখে আদালতের প্রশ্ন, কমিশন কি নিজেকে সংবিধানের চেয়ে উপরে মনে করে? এর পরই সাত মামলাকারীকে ৭০ হাজার টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেয় হাই কোর্ট।
[আরও পড়ুন: ‘৭ মাসে কিছুই হল না’, CBI তদন্তের গতি নিয়ে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়]
২০১০ সালের মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। অভিযোগ, ২০১৩-১৪ সালে নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত হন প্রশিক্ষণপ্রাপ্ত। ২০১৪ সালে ৬ ফেব্রুয়ারি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। বলা হয়েছিল, লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। কিন্তু সেই অগ্রাধিকার দেওয়া হয়নি। এর প্রেক্ষিতেই এদিন কলকাতা হাই কোর্ট ক্ষতিপূরণ ও নিয়োগে সুপারিশের নির্দেশ দেন।
আদালত জানিয়েছে,মাদ্রাসা সার্ভিস কমিশন (Madrasa Service Commission) বেআইনি কাজ করেছে। তাই সাতজন মামলাকারীকে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ১৫ দিনের মধ্যে অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের নাম সুপারিশ করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে। ভবিষ্যতেও শূন্যপদে নিয়োগেও অগ্রাধিকার দিতে হবে তাঁদের।