shono
Advertisement
Prescription Plus

কলকাতায় চিকিৎসার নয়া দিগন্ত! BMRC খুলল রাজারহাটে 'নেফ্রন হসপিটাল'

উদ্বোধন উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ৯টায় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছে।
Published By: Buddhadeb HalderPosted: 01:47 PM Oct 28, 2025Updated: 03:14 PM Oct 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার চিকিৎসা জগতে আস্থার আরেক নাম বিএমআরসি মাল্টিস্পেশালিটি হাসপাতাল। রোগীর প্রতি সহানুভূতি, অত্যাধুনিক পরিষেবা এবং অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের চিকিৎসার যে অঙ্গীকার BMRC বহন করে এসেছে এতকাল, এবার সেই অঙ্গীকার পৌঁছে গেল আপনার আরও কাছে।

Advertisement

আজ মঙ্গলবার রাজারহাটের আনন্দকেশরী পাথরঘাটা পঞ্চায়েতের শনি মন্দিরের কাছে উদ্বোধন হচ্ছে সংস্থার নতুন শাখা, 'নেফ্রন হসপিটাল'।

নেফ্রন হসপিটাল শুধু নতুন শাখা নয়, এটি বিশ্বমানের সুচিকিৎসার এক নয়া দিগন্ত। এখানে থাকছে পলিক্লিনিক, ডায়াগনস্টিক, ওপিডি (OPD), এবং ২৪ ঘণ্টা ইমারজেন্সি পরিষেবা সহ চিকিৎসার সমস্ত আধুনিক ব্যবস্থা। হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, অস্থি, মা ও শিশুদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ এবং সমস্তরকম পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে প্রতিদিন। বিশেষ করে, এখানে কিডনি ট্রান্সপ্লান্টের মতো জটিল সার্জারি করারও সুযোগ মিলবে।

উদ্বোধন উপলক্ষ্যে জনসেবার বার্তা নিয়ে আজ মঙ্গলবার সকাল ৯টায় হাসপাতালের পক্ষ থেকে এক সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছে। এই সুযোগ হাতছাড়া করবেন না! স্বাস্থ্য সুরক্ষায় BMRC-এর নতুন পথচলা, 'নেফ্রন হসপিটাল' আপনার পাশে রয়েছে সব সময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতার চিকিৎসা জগতে আস্থার আরেক নাম বিএমআরসি মাল্টিস্পেশালিটি হাসপাতাল।
  • রাজারহাটে আজ উদ্বোধন হচ্ছে সংস্থার নতুন শাখা, 'নেফ্রন হসপিটাল'।
  • এখানে কিডনি ট্রান্সপ্লান্টের মতো জটিল সার্জারি করারও সুযোগ মিলবে।
Advertisement