সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের স্থগিত হয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি। শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন ফের তা স্থগিত হয়ে যায়। শুনানির পরবর্তী তারিখও এখনও নির্ধারিত হয়নি। তবে সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের আগে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কম।
ডিএ নিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। সেই নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও মামলার চূড়ান্ত শুনানি এ পর্যন্ত হয়নি। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয়। এরপর একাধিকবার মামলার বেঞ্চ বদল হয় ।
[আরও পড়ুন: যমুনার জল লালকেল্লায়! দিল্লির বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, ফ্রান্স থেকে শাহকে ফোন মোদির]
বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি পঙ্কজ মিত্তলের বেঞ্চে আজ ছিল মামলার শুনানি । রাজ্যের তরফে অভিষেক মনু সিংভি আবেদন করেন, এই মামলার চূড়ান্ত শুনানির দিন ঠিক করা হোক। তিনি উল্লেখ করেন, “এর আগের শুনানিতে জানানো হয়েছিল, এবার চূড়ান্ত শুনানি হবে। তা সত্ত্বেও মামলা মিসলেনিয়াস-ডেতে তালিকাভুক্ত হয়েছে। এই মামলার চূড়ান্ত শুনানি হওয়া প্রয়োজন।” রাজ্য সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী ৩ লক্ষের বেশি কর্মচারীকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হলে ৪১ হাজার কোটি টাকার প্রভাব কোষাগারের উপর পড়বে। যদিও রাজ্যের দাবি, রাজ্যের নিজস্ব সার্ভিস রুল আছে।
[আরও পড়ুন: মীনাক্ষীর দায়িত্বে থাকা সালানপুরে দ্বিতীয় বিজেপি, তৃতীয় স্থানে সিপিএম!]
এদিন ফের মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় রাজ্যের সরকারি কর্মীদের হতাশা আরও বাড়বে তাতে সন্দেহ নয়। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে বেশ কিছু দিন ধরেই বিভিন্ন ধরনের কর্মসূচি সংগঠিত করছে তাঁরা।