shono
Advertisement

Breaking News

বিশ্ব মঞ্চে সোনা জিতল শুটার জীতু-হিনা জুটি

শুরুতে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েও ৭-৬ স্কোর করে সফল হন তাঁরা। The post বিশ্ব মঞ্চে সোনা জিতল শুটার জীতু-হিনা জুটি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 PM Jun 12, 2017Updated: 04:02 PM Jun 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতীয় শুটার জীতু রাই ও হিনা সিধু। আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) বিশ্বকাপ রাইফেল/ পিস্তল সিরিজে মিক্স টিম হিসেবে সোনা জিতলেন জীতু ও হিনা।

Advertisement

সোমবার আজারবাইজানের গাবালায় অনুষ্ঠিত বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে মিক্স দল হিসেবে নেমেছিলেন দুই তারকা শুটার। শুরুতে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েও ৭-৬ স্কোর করে সফল হন তাঁরা। চলতি বছর দিল্লিতে আয়োজিত আইএসএসএফ বিশ্বকাপেও সোনা ঝুলিতে ভরেছিল এই জুটি। আসন্ন ২০২০ টোকিও অলিম্পিকে মিক্সড টিম ইভেন্টটি নতুন বিভাগ হিসেবে যুক্ত হতে চলেছে। আর তাই সেই বিভাগে সেরার শিরোপা পাওয়ায় উচ্ছ্বসিত জীতু-হিনা।

[জুতোপেটা করবে ভক্তরাই, পাক ক্রিকেটারকে মোক্ষম জবাব মনোজের]

জীতু-হিনা ছাড়াও ভারতীয় শুটারদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সঞ্জীব রাজপুত। যদিও ৫০ মিটার এয়ার রাইফেল প্রোণ বিভাগের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হন তিনি। টুর্নামেন্টে ৪৫টি দেশের মোট ৪৩০ জন অ্যাথলিট অংশ নিয়েছেন।

[জল্পনার অবসান, টিম ইন্ডিয়ার কোচ থাকছেন কুম্বলেই]

The post বিশ্ব মঞ্চে সোনা জিতল শুটার জীতু-হিনা জুটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement