shono
Advertisement

Breaking News

Summer Love

গরমে হোক 'সুপারকুল' যৌনতা, পাঁচ পজিশনেই চরম সুখ

দাবদাহের এই পরিস্থিতিতেও বিছানায় তুলতে পারেন ঝড়।
Posted: 03:51 PM Apr 27, 2024Updated: 03:51 PM Apr 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈশাখের এই তীব্র দহনজ্বালা। গরম থেকে আপাতত রেহাই নেই। আরও সাতদিন রাজ্যে চলবে তাপপ্রবাহ। পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিকে শরীরে আরেক আগুনের জ্বালা। কামনার আগুন। এই গরমে সেই আগুন শান্ত করবেন কীভাবে? কামশাস্ত্রের এমন পাঁচ উপায় রয়েছে যাতে এই দাবদাহের পরিস্থিতিতেও বিছানায় তোলা যায় ঝড়। জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisement

এক্ষেত্রে প্রথমেই বলা যায় ডগি স্টাইলের কথা। এই উপায়ে দুই শরীরের খুবই কম ছোঁয়ার প্রয়োজন হয়। ফলে ঘামের স্যাঁতসেঁতেভাব অনেকটাই এড়ানো যায়। গরমের এই সময় যা খুবই আরামদায়ক বলে মনে করা হয়। আবার এটি নাকি পুরষদের পছন্দের একটি যৌন অবস্থান।

রতিসুখ যে শুধুমাত্র বিছানাতেই করা যায় তা তো নয়। দাঁড়িয়েও যৌনক্রিয়ায় লিপ্ত হওয়া যায়। সেক্ষেত্রে শাওয়ারের তলা স্থান হিসেবে নির্বাচন করতেই পারেন। জলের শীতলতা শরীরের কামনার আগুনের আঁচ বাড়িয়ে দেবে। তার পরই তো পাবেন চরম সুখের অনুভূতি।

[আরও পড়ুন: আচমকা সবুজ হয়ে গিয়েছে আপনার WhatsApp! জানেন কেন?  ]

কোন জায়গায় সারিবদ্ধ চামচ দেখেছেন? এমনই এক যৌন অবস্থানকে চামচ পজিশন বলা হয়। এতে একজন পার্টনার হাঁটু বাঁকিয়ে কাত হয়ে শুয়ে থাকে। অন্যজন তাঁর পিঠ ছুঁয়ে শুয়ে থাকে। সেই অবস্থাতেই শুরু হয়ে দুই শরীরের মিলন।

গরমে যৌনমিলনের অন্যতম পদ্ধতি হিসেবে মুখমেহনকেও ধরা হয়। এতেও শরীরের ছোঁয়া অনেকটাই এড়ানো সম্ভব হয় বলে মত বিশেষজ্ঞদের। একে আবার মুখমৈথুনও বলা হয়। নারীর যোনি উদ্দীপিত করাকে যোনি-মুখমৈথুন এবং পুরুষের শিশ্ন উদ্দীপিত করাকে শিশ্ন-মুখমৈথুন বলা হয়।

হস্তমৈথুন বা স্বমেহন যৌনসুখ অর্জনের অন্যতম উপায়। এই গরমে মিউচুয়াল মাস্টারবেশন পদ্ধতি অবলম্বন করতে পারেন। শরীরের সঙ্গীর বিন্দুমাত্র ছোঁয়া না পেলেও তাঁর কণ্ঠস্বর দেবে যৌবনের চূড়ান্ত উসকানি। তাতেই কামনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। এমনটা অনেকে লং ডিসট্যান্স রিলেশনশিপের ক্ষেত্রেও নাকি করে থাকেন।

[আরও পড়ুন: শরীরে লাগুক রোদের ছ্যাঁকা, এত গরমেও ‘বিকিনি বেব’ কুশা কাপিলা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক্ষেত্রে প্রথমেই বলা যায় ডগি স্টাইলের কথা। এই উপায়ে দুই শরীরের খুবই কম ছোঁয়ার প্রয়োজন হয়।
  • গরমে যৌনমিলনের অন্যতম পদ্ধতি হিসেবে মুখমেহনকেও ধরা হয়।
Advertisement