shono
Advertisement
Hoichoi Originals

উৎসবের মরশুমে বিনোদনের 'হইচই', ওয়েবদুনিয়া কীভাবে মাতাবেন মিমি-অনির্বাণ-স্বস্তিকারা?

তালিকায় 'ফেলুদা'ও রয়েছে।
Published By: Suparna MajumderPosted: 10:32 AM Oct 15, 2024Updated: 05:09 PM Oct 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির উৎসব কি কখনও শেষ হয়? একটির পালা শেষ হলে আরেকটি শুরু হয়ে যায়। বিনোদুনিয়াও তো এর ব্যতিক্রম নয়। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ দর্শকের দরবারে আসতেই থাকে। যেমন হইচই প্ল্যাটফর্মের(Hoichoi Originals) আগামীর তালিকা। যা বেশ আকর্ষণীয়।

Advertisement

গত বছরের শেষ ভাগে জানা গিয়েছিল ‘হইচই’ ওয়ার্ল্ড ক্লাসিক বিভাগে নিয়ে আসছে ‘তালমার রোমিও জুলিয়েট’। জানা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্য এই প্রোজেক্টের ক্রিয়েটিভ ডিরেক্টর। পরিচালনায় অর্পণ গড়াই, আর চিত্রনাট্য লিখছেন দুর্বার শর্মা। গল্পে রোমিও হয়েছেন দেবদত্ত রাহা। জুলিয়েটের চরিত্রে নতুন মুখ হিয়া রায়।

জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আবারও 'একেনবাবু' হিসেবে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। দার্জিলিং, রাজস্থানের পর এবার একেনবাবুর গন্তব্য জগন্নাথধাম পুরী। সেখানেই রয়েছে নতুন রহস্যের সূত্র। নির্ঝর মিত্রর পরিচালনায় তৈরি 'ডাইনি' সিরিজে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়বেন মিমি চক্রবর্তী।

‘ভূস্বর্গ’ যতই ‘ভয়ঙ্কর’ হোক না কেন, টোটা রায়চৌধুরী আবারও থাকছেন ফেলুদার মেজাজে। হ্যাঁ, সত্যজিৎ রায়ের লেখা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর অবলম্বনেই তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিরিজ। জটায়ু, তোপসের পাশাপাশি এবারের সিরিজের বাড়তি পাওনা কাশ্মীরের অপরূপ প্রকৃতি।

সাসপেন্স থ্রিলার 'বিষহরি'তে দেখা যেতে পারে রাজনন্দিনী পাল, শোলাঙ্কি রায়কে। সিরিজের দুই পরিচালক, সৌভিক চক্রবর্তী ও সৃজিত রায়। রয়েছে 'রঙ্গিলা কিতাব'। জানা গিয়েছে, অনম বিশ্বাসের পরিচালনায় এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। মোস্তাফিজুর নূর ইমরানকে দেখা যাবে তাঁর বিপরীতে। ভূত চতুর্দশীতে অপশক্তির রহস্যভেদে ফের ‘ভাদুড়ি মশাই’চিরঞ্জিত। আসছে 'নিকষছায়া'।

বাংলা টেলিভিশনের 'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডুকে দেখা যাবে 'কালরাত্রি' ওয়েব সিরিজে। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত 'বোহেমিয়ান ঘোড়া'য় থাকছেন মোশারফ করিম। শোনা গিয়েছে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাকে এমন এক ট্রাক ড্রাইভারের চরিত্রে দেখা যাবে যার একাধিক জেলায় একাধিক স্ত্রী। এছাড়াও রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত 'নিখোঁজ ২'। অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের প্রথম সিজন বেশ প্রশংসিত হয়েছিল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘হইচই’ ওয়ার্ল্ড ক্লাসিক বিভাগে নিয়ে আসছে ‘তালমার রোমিও জুলিয়েট’।
  • ‘ভূস্বর্গ’ যতই ‘ভয়ঙ্কর’ হোক না কেন, টোটা রায়চৌধুরী আবারও থাকছেন ফেলুদার মেজাজে।
Advertisement