সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) মুক্তির পথে বাংলা? গত মাসের শেষ থেকেই রাজ্যের দৈনিক সংক্রমণ থাকছে দু’শোর নিচ। আবার নিম্নমুখী করোনায় মৃত্যুও। সঙ্গে সুস্থতার হার বাড়ছে লাফিয়ে। সবমিলিয়ে সাময়িকভাবে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে স্বস্তিতে স্বাস্থ্যদপ্তর।
স্বাস্থ্য ভবনের বৃহস্পতিবার সন্ধের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২০৬ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ২০১। এদিন সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায়। একদিনে মহানগরে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫২)। তবে অন্যান্য জেলায় দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা নগন্য। উল্লেখ্য, উত্তরের কালিম্পংয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও করোনা আক্রান্তের হদিশ মেলেনি।
[আরও পড়ুন : এবার রাজ্যের মন্ত্রীর মুখেও রাম নাম, নিজের উদ্যোগে মন্দির নির্মাণ করলেন স্বপন দেবনাথ]
এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭০ হাজার ৭৮৭ জন। তাঁদের মধ্যে অধিকাংশ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এ রাজ্যে মোট কোভিড জয়ীর সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৪৯১ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০১ জন। যা দৈনিক সংক্রমিতের চেয়ে বেশকিছুটা বেশি। রাজ্যে সুস্থাতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩২ শতাংশ।
এদিন রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে সবচেয়ে স্বস্তি দিয়েছে দৈনিক মৃতের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় মাত্র ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জন উত্তর ২৪ পরগণার বাসিন্দা। বাকি দু’জন কলকাতা ও জলপাইগুড়ির বাসিন্দা। সবমিলিয়ে এ রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৯৯ জন। প্রসঙ্গত, করোনায় মৃত্যুহার নিয়ে বারবার রাজ্যকে সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার। এ রাজ্যে করোনায় মৃত্যু চিন্তা বাড়াচ্ছিল। তবে নতুন বছরের গোড়া থেকেই পরিস্থিতি বদলেছে। গত কয়েক দিন ধরেই ১০-এর নিচে ছিল দৈনিক মৃতের সংখ্যা। এদিন সেই সংখ্যা আরও কমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কোভিডবিধিতে ঢিলেমি দিতে রাজি নয় সরকার।